Top
সর্বশেষ

নড়াইলে ইয়াবা বিক্রিতা আটক

০৮ জানুয়ারি, ২০২১ ২:৩৬ অপরাহ্ণ
নড়াইলে ইয়াবা বিক্রিতা আটক

নড়াইলের লোহাগড়ায় ইয়াবা ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে লোহাগড়া পৌরসভার ফটকের সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মিকাইল হোসেনের বাড়ি লোহাগড়া উপজেলার মোচরা গ্রামে। তার কাছ থেকে ৪৯ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।

পুলিশ সুপার (এসপি) জসিম উদ্দীন জানান, অনেক দিন ধরেই মাদক ব্যবসা করে আসছিলেন মিকাইল। মাদক বিক্রির জন্য এর আগে বেশ কয়েকবার জেলও খেটেছেন তিনি।

এসপি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার পৌরভবনের সামনে অভিযান চালায় ডিবির একটি দল। ওই সময় ইয়াবা বিক্রির সময় মিকাইলকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মিকাইলের বিরুদ্ধে লোহাগড়া থানায় মামলা হয়েছে।

বাণিজ্য প্রতিদিন/এম জি

শেয়ার