Top
সর্বশেষ

মা হারালেন ওয়ালিউল হক রুমী

০৮ জানুয়ারি, ২০২১ ২:৫৩ অপরাহ্ণ
মা হারালেন ওয়ালিউল হক রুমী

মা হারালেন টেলিভিশন নাটকের জনপ্রিয় অভিনেতা ওয়ালিউল হক রুমী। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুর ১২টা ১০ মিনিটে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন রুমীর মা হামিদা হক (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

ডায়াবেটিসে আক্রান্ত ছিলেন রুমীর মা। বিষয়টি উল্লেখ করে রুমী বলেন, মায়ের ডায়াবেটিস ছিল। হঠাৎ শারীরিক অবস্থার কিছুটা অবনতি হয়। এরপর হাসপাতালে নেওয়ার পথে মা আমার পৃথিবী ছেড়ে চলে গেলেন। সবাই আমার মায়ের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করবেন। আমার আজকের অবস্থানের পেছনে এই মায়ের অবদান বলে শেষ করতে পারব না।

ওয়ালিউল হক রুমীর বরগুনায়। তার বাবা বীরমুক্তিযোদ্ধা আজিজুল হক। পরিবারে তিন ভাই ও তিন বোনের মধ্যে সবার ছোট রুমী।

১৯৮৯ সালে থিয়েটার বেইলী রোডে ‘এখন কৃতদাস’ নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তার যাত্রা শুরু। একই বছর ‘কোন কাননের ফুল’ নাটকে অভিনয়ের মাধ্যমে টেলিভিশনে অভিষেক হয় তার। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি। নির্মল পারিবারিক গল্প বা হাস্যরসে প্রাণ ভরিয়ে দেওয়ার মতো অভিনয়ে অনবদ্য তিনি। অভিনয় ক্যারিয়ারে ৫ শতাধিক নাটকে অভিনয় করেছেন রুমী।

 

শেয়ার