গরমে সারাদিন রোজা রেখে ইফতারে ঠান্ডা কিছু না হলে কি প্রাণ জুড়ায়? ইফতারে স্বাস্থ্যকর খাবার খাওয়াই বুদ্ধিমানের কাজ। তাই ইফতারে কৃত্রিম জুসের বদলে রাখুন এমন কিছু যা স্বাস্থ্যের জন্য উপকারী। ঘরে তৈরি খাবারই এক্ষেত্রে সবচেয়ে ভালো। আজ চলুন জেনে নেওয়া যাক ইফতারের জন্য খুব সহজে তৈরি করা যায় এমন একটি রেসিপি। ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং তৈরির উপায় জেনে নিন-
তৈরি করতে যা লাগবে
ডাবের পানি- আড়াই কাপ
ডাবের শাঁস- আধা কাপ
চিনি- ১ টেবিল চামচ
চায়না গ্রাস- ৫ গ্রাম।
যেভাবে তৈরি করবেন
এক কাপ গরম পানিতে চায়না গ্রাস ভিজিয়ে রাখুন মিনিট পনেরোর জন্য। এবার চুলায় পাত্র দিয়ে তাতে ডাবের পানি দিন। গরম হয়ে বল উঠলে তাতে পানিসহ চায়না গ্রাস দিন। নাড়তে থাকুন যতক্ষণ পর্যন্ত না চায়না গ্রাস গলে যায়। এরপর চিনি মিশিয়ে দিন। এভাবে মিনিট পাঁচেক জ্বাল দেওয়ার পর চুলা বন্ধ করে দিন।
যে পাত্রে পুডিং জমাবেন সেখানে ডাবের শাঁস কুচি করে বিছিয়ে দিন। এবার তার উপরে ঢেলে দিন ডাবের পানির মিশ্রণ। ঠান্ডা হলে ফ্রিজে রাখুন। ঘণ্টা দুয়েক পর বের করে টুকরো করে নিন। ইফতারে পরিবেশন করুন ঠান্ডা ঠান্ডা ডাবের পুডিং।