Top
সর্বশেষ

শিশু বলাৎকারের অভিযোগে যুবক আটক

০৮ জানুয়ারি, ২০২১ ৩:১৯ অপরাহ্ণ
শিশু বলাৎকারের অভিযোগে যুবক আটক

ফেনীর দাগনভূঞায় তৃতীয় শ্রেণির এক ছেলে শিশুকে বলাৎকারের অভিযোগে আবদুল করিম হৃদয় নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার শিশুটির মা থানায় মামলা করার পর পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করে।

মামলায় বলা হয়, বৃহস্পতিবার শিশুটি বাড়ির পাশে ক্রিকেট খেলতে যায়। বাড়িতে ফেরার পথে এলাকার আহসান মাস্টারের বাগানের ভেতর নিয়ে তাকে বলাৎকার করা হয়।

এ সময় শিশুটির চিৎকারে আশপাশ থেকে লোকজন এগিয়ে আসলে আসামি আবদুল করিম হৃদয় পালিয়ে যায়। বাড়িতে নেয়ার পর শিশুটি ব্যথায় কান্না করলে তার কাছ থেকে ঘটনা শুনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

পরে রাতে শিশুটির মা দাগনভূঞা থানায় একটি মামলা করেন। ওই রাতেই মোমারিজপুর গ্রাম থেকে হৃদয়কে গ্রেপ্তার করা হয়।

দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহমেদ আসামিকে গ্রেপ্তারের কথা নিশ্চিত করে বলেন, আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাণিজ্য প্রতিদিন/এম জি

শেয়ার