Top
সর্বশেষ

একমাত্র ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

০৮ জানুয়ারি, ২০২১ ৪:৪৯ অপরাহ্ণ
একমাত্র ছেলের লাঠির আঘাতে মায়ের মৃত্যু

নওগাঁর সাপাহার উপজেলায় লাঠির আঘাতে এক মায়ের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সাপাহার উপজেলার মানিকুড়া গ্রামে এ ঘটনা ঘটে। শুক্রবার সকালে সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় প্রাণ হারান ওই নারী।

নিহতের নাম সাহানা বেগম। তিনি একমাত্র ছেলে আরিফ হোসেনকে নিয়ে মানিকুড়া গ্রামের নিজ বাড়িতে বাস করতেন।

ঘটনার পর পরই গা ঢাকা দিয়েছেন আরিফ। তিনি পেশায় একজন ভ্যান চালক।

পুলিশ জানিয়েছে, কয়েক বছর আগে সাহানার সঙ্গে তার স্বামীর বিচ্ছেদ হয়। পরে সাহানা তার ছেলেকে নিয়ে নিজের বাড়িতে বসবাস শুরু করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মা-ছেলের মধ্যে পারিবারিক বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে আরিফ তার মাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করলে মাটিতে পড়ে গিয়ে জ্ঞান হারান তিনি। তখন প্রতিবেশীদের এগিয়ে আসতে দেখে বাড়ি থেকে পালিয়ে যান আরিফ।

সাপাহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মাহমুদ জানান, শুক্রবার দুপুরে সাহানার ভাই নজরুল ইসলাম সাপাহার থানায় একটি হত্যা মামলা করেছেন। অভিযুক্ত আরিফ পলাতক আছেন। তাকে ধরতে অভিযান চলছে।

বাণিজ্য প্রতিদিন/এম জি

শেয়ার