Top
সর্বশেষ

ভাড়াটিয়াকে সংঘবদ্ধ ধর্ষণ, বাড়ির মালিকসহ আটক চার

০৮ জানুয়ারি, ২০২১ ৬:০৬ অপরাহ্ণ
ভাড়াটিয়াকে সংঘবদ্ধ ধর্ষণ, বাড়ির মালিকসহ আটক চার

সাভারে নিজ বাড়ির ভাড়াটিয়া নারীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ধর্ষণে সহযোগিতার অভিযোগে মালিকসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার সাভার মডেল থানায় ছয় জনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই নারী।

সাভার মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাতে পৌর এলাকার আনন্দপুর মহল্লার রুবেল আহম্মেদের বাড়ি থেকে চার জনকে আটক করা হয়।

শুক্রবার দুপুরে তাদের গ্রেপ্তার দেখিয়ে ঢাকার মুখ্য বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়। পুলিশ তাদের সাত দিনের রিমান্ড চেয়েছে।

গ্রেপ্তার চার জন হলেন বাড়ির মালিক রুবেল আহম্মেদ, বাড়ির কেয়ারটেকার ফিরোজ তালুকদার, পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সুমন হোসেন ও সুমনের স্ত্রী নিলুফা আক্তার।

এ ঘটনায় অজ্ঞাতপরিচয় দুই আসামি পলাতক।

মামলায় বলা হয়েছে, ওই নারী পাঁচ মাস ধরে রুবেলের ফ্ল্যাটে ভাড়া থাকেন। বাড়ির মালিকের পরিচিত দুই ব্যক্তি তাকে বিভিন্ন সময় কুপ্রস্তাব দিত। ওই দুজন প্রতিবেশী সুমনের আত্মীয়।

বৃহস্পতিবার ওই দুই ব্যক্তি বাড়ির মালিক ও কেয়ারটেকারের সহযোগিতায় তার বাড়িতে ঢোকেন। ওই সময় তারা আবার তাকে কুপ্রস্তাব দেন। কিন্তু রাজি না হওয়ায় ধর্ষণ করেন এবং কাউকে জানালে মেরে ফেলার হুমকি দিয়ে চলে যান।

পুলিশ পরিদর্শক জানান, বাকি দুই আসামিকে ধরতে পুলিশের অভিযান চলছে।

বাণিজ্য প্রতিদিন/এম জি

শেয়ার