Top
সর্বশেষ
ট্রাম্পের অস্ত্র ফেরতের দাবি প্রত্যাখান করল তালেবান বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত ‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার

বিশ্বের অন্য কোনো দেশের মানুষ এত স্বাধীনতা ভোগ করে না: তথ্যমন্ত্রী

০৮ জানুয়ারি, ২০২১ ৭:২২ অপরাহ্ণ
বিশ্বের অন্য কোনো দেশের মানুষ এত স্বাধীনতা ভোগ করে না: তথ্যমন্ত্রী

আমাদের দেশের মতো বিশ্বের কোথাও কোনো দেশে গণমাধ্যম এত স্বাধীনতা ভোগ করে না বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ। বলেন, অহেতুক যদি কোনো গণমাধ্যম কর্মীর বিরুদ্ধে মামলা বা হয়রানি হয়, সেখানে আমি সরাসরি হস্তক্ষেপ করি এবং করবো।

শুক্রবার জুমার নামাজের আগে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা সময় মতোই ভ্যাকসিন পাবো কিন্তু এটি নিয়ে একটি কুচক্রী মহল বিভ্রান্তি ছড়াচ্ছে। আমরা ভ্যাকসিন পাবো এবং সময় মতো পাবো। কিন্তু এটি নিয়ে গুজব ছড়াচ্ছে একটি মহল। গুজবে কান না দেয়ার জন্য দেশবাসীকে আহ্বান জানান তিনি।

এ সময় রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজুসহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিকেলে মন্ত্রী বাংলাদেশ টেলিভিশন রংপুরের আঞ্চলিক কেন্দ্র, রংপুর বেতার কেন্দ্র পরিদর্শন করবেন। সবশেষে তিনি আওয়ামী লীগের সাথে মতবিনিময় সভায় বক্তব্য রাখবেন।

শেয়ার