Top
সর্বশেষ
অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে সংকল্পবদ্ধ হতে হবে: তারেক রহমান বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু বিএসএফের ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ট্রাম্পের অস্ত্র ফেরতের দাবি প্রত্যাখান করল তালেবান বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত ‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’

সুজানগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

২৪ জানুয়ারি, ২০২৫ ৩:২২ অপরাহ্ণ
সুজানগরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
স্টাফ রিপোর্টার, পাবনা :

পাবনা সুজানগরের হাটখালি ইউনিয়নের হাকিমপুর গ্রামে সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়নের হাকিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাঠে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

স্থানীয় ও ভুক্তভোগীরা জানান, আব্দুল বাতেন শেখ ও ইসরাত ওরফে ইশার বাহিনী এলাকায় চুরি, ডাকাতি, সন্ত্রাসী ও চাঁদাবাজি করে আসছিল। স্থানীয়রা গত সোমবার রাতে আব্দুল বাতেন শেখ ও ইসরাত ওরফে ইশার চাঁদাবাজি করতে গেলে তাদেরকে বাধা প্রদান করলে এলাকাবাসী ও তাদের মধ্যে সংঘর্ষ হয়৷ এতে প্রভাব খাটিয়ে আব্দুল বাতেন শেখ ও ইসরাত ওরফে (ইশা) গ্রামের ২১ জন নিরীহ ও শান্তিপ্রিয় মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করে।

এ বিষয়ে এলাকাবাসী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় এবং দ্রুত মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানায়।

এম জি

শেয়ার