কক্সবাজারের কয়েকটি গেস্ট হাউজে অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকায় ৫২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ৫২ জনের মধ্যে ৩১ জন নারী ও ২১ জন পুরুষ।
শুক্রবার রাত ১০ টার দিকে শহরের কলাতলী লাইটহাউজের পাশের এলাকা থেকে তাদের আটক করা হয়। এরপর কক্সবাজার সদর মডেল থানায় মামলার পর তাদের গ্রেপ্তার দেখানো হয়।
কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (এসপি-প্রশাসন) রফিকুল ইসলাম জানান, ‘অসামাজিক ও অনৈতিক’ কার্যকলাপের অভিযোগে আমির ড্রিম প্যালেস থেকে এক কর্মচারীসহ আট পুরুষ ও দুই নারী, মিম রিসোর্ট থেকে এক কর্মচারীসহ ১৩ পুরুষ ও ১৭ নারী এবং আজিজ গেস্ট ইন থেকে ১০ পুরুষ ও দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
এ সময় আজিজ গেস্ট ইন কটেজের ম্যানেজারের ডেস্ক থেকে ৩৬০টি ইয়াবা বড়ি উদ্ধার করে পুলিশ।
এসপি আরও জানান, মিম রিসোর্টের পাশে আরেকটি সাইনবোর্ডহীন কটেজে অভিযান চালানো হলে পেছনের দরজা দিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) বিপুল চন্দ্র দে জানান, একটি চক্র পর্যটন ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে অসামাজিক ও অনৈতিক কাজ করছে। তারা কক্সবাজারসহ দেশের বিভিন্ন এলাকা থেকে নারীদের নিয়ে আসে।
শনিবার গ্রেপ্তার ৫২ জনকে কক্সবাজার আদালতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।
বাণিজ্য প্রতিদিন/এম জি