Top
সর্বশেষ
ট্রাম্পের অস্ত্র ফেরতের দাবি প্রত্যাখান করল তালেবান বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত ‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার

তাপসের মেয়র পদে থাকার যোগ্যতা নেই: সাঈদ খোকন

০৯ জানুয়ারি, ২০২১ ১:২৯ অপরাহ্ণ
তাপসের মেয়র পদে থাকার যোগ্যতা নেই: সাঈদ খোকন
নিজস্ব প্রতিবেদক :

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস মেয়র পদে থাকার যোগ্যতা নেই বলে দাবি করেছেন সংস্থাটির সাবেক মেয়র ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ সাঈদ খোকন।

তিনি বলেন, তাপস দক্ষিণ সিটি করপোরেশনের শত শত কোটি টাকা তার নিজ মালিকানাধীন মধুমতি ব্যাংকে স্থানান্তর করেছেন। এই টাকা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে বিনিয়োগ করার মাধ্যমে কোটি কোটি টাকা তিনি লাভ করেছেন এবং করছেন। অপরদিকে অর্থের অভাবে করপোরেশনের গরিব কর্মচারীরা মাসের পর মাস বেতন পাচ্ছেন না। সিটি করপোরেশনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প অর্থের অভাবে বন্ধ হয়ে গেছে। এ ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়ে মেয়র তাপস সিটি করপোরেশন আইন ২০০৯, ২য় ভাগের ২য় অধ্যায়ের অনুচ্ছেদ ৯ (২) (জ) অনুযায়ী মেয়র পদে থাকার যোগ্যতা হারিয়েছেন।

শনিবার (০৯ জানুয়ারি) হাইকোর্টের সার্ক ফোয়ারার সামনে এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। ডিএসসিসি কর্তৃক অবৈধভাবে দোকানপাট উচ্ছেদের প্রতিবাদ ও ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

তিনি বলেন, প্রশাসনকে দুর্নীতিমুক্ত করার যে আওয়াজ বা বুলি তাপস দিচ্ছেন, আগে তার নিজেকে দুর্নীতিমুক্ত করতে হবে। অর্থাৎ আগে নিজে দুর্নীতিমুক্ত হয়ে দুর্নীতিমুক্ত করার কথা বলুন।

সাঈদ খোকন বলেন, ডিএসসিসি এলাকায় যেসব দোকান উচ্ছেদ করা হয়েছে সেগুলো বৈধ দোকান। সাবেক মেয়র হিসেবে আমাকে এই উচ্ছেদ দেখতে হবে-এটা দুঃখজনক। বৈধ দোকানে বুলডোজারের আঘাত করা হয়েছে।

অবৈধভাবে দোকানপাট উচ্ছেদ করা হচ্ছে জানিয়ে সাঈদ খোকন ডিএসসিসির এই কার্যক্রমকে ‘ধিক্কার’ জানিয়েছেন।

এ সময় যাদের দোকান অন্যায় ভাবে উচ্ছেদ করা হয়েছে প্রধানমন্ত্রীর কাছে তাদের জন্য সাহায্যের আবেদন করেছেন সাবেক এই মেয়র।

বাণিজ্য প্রতিদিন/এমআর

শেয়ার