Top
সর্বশেষ
বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত ‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’

সময়মতো করোনা প্রণোদনার কারণে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : শিল্প প্রতিমন্ত্রী

০৯ জানুয়ারি, ২০২১ ৩:৪৬ অপরাহ্ণ
সময়মতো করোনা প্রণোদনার কারণে অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছে : শিল্প প্রতিমন্ত্রী
অনলাইন ডেস্ক :

শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার এমপি বলেছেন, সময়মতো করোনা প্রণোদনা ঘোষণা করার কারণেই অর্থনীতির সব খাত ইতোমধ্যে ঘুরে দাঁড়িয়েছে। এখন বঙ্গবন্ধুর সোনার বাংলা বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করতে হবে।

শনিবার (৯ জানুয়ারি) রাজধানীর মিরপুর ১৩ নম্বরে অবস্থিত হাজী আলী হোসেন উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে গরীব ও অসহায় শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি এ কথা বলেন।

এ সময় তিনি গরীব অসহায়দের সহায়তা করা সমাজের বিত্তবানদের নৈতিক দায়িত্ব উল্লেখ করে বলেন, সমাজের বিত্তবানদের ধর্ম-বর্ণ নির্বিশেষে শীতার্ত মানুষদের পাশে দাঁড়াতে হবে। সমাজের প্রতি দায়িত্ব পালনে সবাইকে এগিয়ে আসতে হবে।

অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী তার নিজের পক্ষ হতে মিরপুর-১৩ নম্বরের ৫০০ জন গরীব ও অসহায় শীতার্তকে শীতবস্ত্র বিতরণ করেন।

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোফাজ্জল হোসেনসহ স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এএমএইচ

শেয়ার