Top
সর্বশেষ
অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে সংকল্পবদ্ধ হতে হবে: তারেক রহমান বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু বিএসএফের ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ট্রাম্পের অস্ত্র ফেরতের দাবি প্রত্যাখান করল তালেবান বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত ‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’

সাঈদ খোকনের বক্তব্যের জবাবে যা বললেন তাপস

১০ জানুয়ারি, ২০২১ ১:২৩ অপরাহ্ণ
সাঈদ খোকনের বক্তব্যের জবাবে যা বললেন তাপস
নিজস্ব প্রতিবেদক :

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকনের অভিযোগের প্রতিক্রিয়ায় বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ব্যক্তিগত আক্রোশ থেকে কেউ যদি কিছু বলেন তার জবাব দায়িত্বশীল কোনও পদে থেকে দেয়াটা সমীচীন মনে করি না আমি।

রোববার (১০ জানুয়ারি) সকালে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানী ধানমন্ডির-৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের এ কথা বলেন মেয়র তাপস।

মেয়র তাপস বলেন, কেউ যদি উৎকোচ নেয়, ঘুষ নেয়, কাজ পাইয়ে দিবে এমন আশা দিয়ে কমিশন বাণিজ্য করে, সরকারি অর্থ আত্মসাৎ করে, ঋণ দেয়ার জন্য কমিশন বাণিজ্য করে এবং সরকারি প্রভাব ব্যবহার করে কারও কাছ থেকে কোনও কিছু জিম্মি করে অথবা কাউকে কিছু দেয়ার প্রতিশ্রুতিতে অর্থ গ্রহণ করে তাহলে সেই ক্ষেত্রে দুর্নীতি হয়। এছাড়া আনিত অভিযোগ কোনোভাবেই বস্তুনিষ্ঠ বক্তব্য নয়।

সাবেক মেয়র সাঈদ খোকন বর্তমান মেয়রের বিরুদ্ধে স্থানীয় সরকার আইন ভঙ্গ এবং সিটি করপোরেশনের কর্মীদের বেতন পরিশোধ করতে না পারার বিষয়ে অভিযোগ করেছেন।

এ বিষয়ে মেয়র তাপস বলেন, এটি তার ব্যক্তিগত মতামত। এটা কোনও গুরুত্ব বহন করে না। আর কর্মীদের বেতন দিতে না পারার বিষয়ে অভিযোগের কথা নিছক একটি ভ্রান্ত কথা। এ কথার বাস্তবিক কোনও ভিত্তি নেই বলেও জানান বর্তমান মেয়র।

তিনি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন প্রসঙ্গে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু দেশে ফিরে না আসলে পূর্ণাঙ্গ রূপ পেত না স্বাধীনতা। এজন্য আজকের দিনটি অনেক তাৎপর্যপূর্ণ।

শেয়ার