বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছেই। এবার ভারতের তেলেঙ্গানায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ভয়ে আত্মহত্যা করেছেন বাণী নামের এক তরুণী। শুক্রবার (৮ জানুয়ারি) সকালে রাজ্যের করিমনগর শহরের একটি ভাড়া বাসা থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। খবর আনন্দবাজারের।
আত্মঘাতী ওই তরুণী করিমনগরের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কাজ করতেন। ব্যাংকের কাছেই এক সহকর্মীর সঙ্গে বাসা ভাড়া নিয়ে থাকতেন। তরুণীর পরিবার থাকে হায়দরাবাদে।
পুলিশ জানিয়েছে, শুক্রবার সকালে বাণীর লাশ উদ্ধারের সময় তার ঘর থেকে একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে। তাতে লেখা ছিল- ‘কোভিডে আক্রান্ত হওয়ার ভয়ে এই চরম পথ বেছে নিলাম। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’
তবে সুইসাইড নোটের হাতের লেখা বাণীর নিজের কি না তা তদন্ত করে দেখা হচ্ছে। কোভিডে আক্রান্ত হওয়ার ভয়ে কেন তিনি নিজেকে শেষ করে দিলেন সেই প্রশ্নের উত্তরও খুঁজছে পুলিশ।
এমএইচ