Top

করোনা সতর্কতায় কুইবেকে লকডাউন

১১ জানুয়ারি, ২০২১ ১১:১৯ পূর্বাহ্ণ
করোনা সতর্কতায় কুইবেকে লকডাউন

করোনা মহামারি ঠেকাতে কানাডার কুইবেক প্রদেশে কারফিউ জারি করেছে সরকার। কেউ কারফিউ অমান্য করলে তাকে ৬ হাজার ডলার পর্যন্ত জরিমানা করা হচ্ছে।

শুক্রবার এক টুইটবার্তায় শনিবার থেকে কারফিউ জারির বিষয়টি নিশ্চিত করেন প্রদেশের জননিরাপত্তা মন্ত্রী জেনেভিভ গিলবল্ট।

এর আগে স্প্যানিশ ফ্লু মহামারি ঠেকাতে ১৯১৮ সালে প্রথমবারের মতো কুইবেকে কারফিউ জারি করা হয়েছিল।

মহামারি ঠেকাতে এ কারফিউ চলবে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত। শনিবার রাত ৮টা থেকে সকাল ৫টা পর্যন্ত পুরো কুইবেক প্রদেশে কারফিউ শুরু হয়।

কারফিউ চলার সময় কুইবেক শহরে প্রায় ১০০ অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে বলে জানিয়েছে সরকার।

কারফিউ চলার সময়ে দরকারি জিনিসপত্রের দোকান ছাড়া সব কিছু বন্ধ থাকবে। যারা এ সময় বাইরে থাকবেন, বিশেষ ক্ষমতায় তাদের জিজ্ঞাসাবাদ করতে পারবে পুলিশ। উপযুক্ত জবাব দিতে না পারলে গুনতে হচ্ছে জরিমানা।

কুইবেকের প্রিমিয়াম ফ্রেঁওয়েস লেগাল্ট বলেন, ‘জনগণকে একসঙ্গে আক্রান্ত হওয়া থেকে বাঁচাতেই কারফিউ দেয়া হয়েছে। সবাই দূরত্ব রেখে চললে মহামারি ঠেকানো সম্ভব।’

এই পর্যন্ত কুইবেক প্রদেশে ২ লাখ ২৬ হাজার ২৩৩ জনের করোনা শনাক্ত হয়েছে। মারা গেছেন ৮ হাজার ৬৪৭ জন।

প্রথম পর্যায়ে কুইবেকে ৭৫ হাজার ১২৩ জনকে করোনার টিকা দেয়া হয়েছে।

কুইবেক ছাড়াও কানাডার বিভিন্ন প্রদেশে করোনা আক্রান্ত বাড়ছে।

২৬ ডিসেম্বর থেকে জানুয়ারির শেষ পর্যন্ত লকডাউন জারি করা হয়েছে অন্টারিও প্রদেশে। পরিস্থিতির অবনতি ঘটলে লকডাউনের সময় আরও বাড়ানো হতে পারে।

শেয়ার