Top
সর্বশেষ
ভারত-বাংলাদেশ সম্পর্ক অন্য দেশের ওপর নির্ভর করে না: ভারতীয় মুখপাত্র অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে সংকল্পবদ্ধ হতে হবে: তারেক রহমান বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু বিএসএফের ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ট্রাম্পের অস্ত্র ফেরতের দাবি প্রত্যাখান করল তালেবান বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত

ভ্যাকসিনের প্রথম চালান আসবে ২৫ জানুয়ারি

১১ জানুয়ারি, ২০২১ ১১:৩৯ পূর্বাহ্ণ
ভ্যাকসিনের প্রথম চালান আসবে ২৫ জানুয়ারি

অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকার প্রথম চালান ২১ থেকে ২৫ জানুয়ারির মধ্যে দেশে পৌঁছাবে বলে জানিয়েছে ওষুধ প্রস্তুতকারক কোম্পানি বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস।

করোনাভাইরাস প্রতিরোধী টিকার তিন কোটি ডোজের ৫০ লাখ ডোজ আসবে প্রথম চালানে।

রোববার দিবাগত রাতে বেক্সিমকো ফার্মার চিফ অপারেটিং অফিসার (সিওও) রাব্বুর রেজা বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, টিকা সংরক্ষণে রাজধানীতে কেন্দ্রীয় গুদাম তৈরি করা হয়েছে। টিকা পরিবহনের জন্য প্রস্তুত সাতটি নতুন গাড়ি। এ ছাড়া বিশেষায়িত কুল বাক্স আনা হবে।

টিকার সার্বিক বিষয় নিয়ে সোমবার দুপুরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সংবাদ সম্মলনে আসছেন।

এরই মধ্যে বিশ্বের অনেক দেশে টিকা দেয়া শুরু হয়েছে। বেশির ভাগ দেশই দিচ্ছে যুক্তরাষ্ট্রের ফাইজার ও জার্মানির অ্যাস্ট্রাজেনেকা উদ্ভাবিত টিকা। এ ছাড়া রয়েছে যুক্তরাষ্ট্রের মডার্না, রাশিয়ার স্পুতনিক ও চীনের সিনোভ্যাক্স টিকা।

তবে বাংলাদেশ আস্থা রাখছে অক্সফোর্ডের টিকার ওপরই। এই টিকা ভারতীয় উপমহাদেশে উৎপাদন করবে সিরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া। তাদের কাছ থেকে তিন কোটি টিকা কিনবে বাংলাদেশ।

এ জন্য ত্রিপক্ষীয় সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয় গত ৫ নভেম্বর, ১৩ ডিসেম্বর হয় ক্রয় চুক্তি। চুক্তির পক্ষ তিনটি- বাংলাদেশ সরকার, সিরাম ও বেক্সিমকো।

টিকা কিনতে সিরাম ইনস্টিটিউটটের অ্যাকাউন্টে অগ্রিম গত ৬ জানুয়ারি ৬০০ কোটি টাকাও জমা দিয়েছে দেশের বেক্সিমকো।

অক্সফোর্ডের টিকা আনা ও প্রয়োগের অনুমোদন ইতিমধ্যে দিয়ে দিয়েছে বাংলাদেশ সরকারের ঔষধ প্রশাসন অধিদপ্তর।

শেয়ার