Top

কোটালীপাড়ায় জোরপূর্বক বালু উত্তোলন

২৩ এপ্রিল, ২০২২ ২:২৭ অপরাহ্ণ
কোটালীপাড়ায় জোরপূর্বক বালু উত্তোলন
কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় যোশীয় মধু নামে এক দন্ত চিকিৎসকের জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এলাকার সাবেক ইউপি মেম্বার আমিনুল ইসলাম ও শৈলেন মধু নামে দুই প্রভাবশালী ব্যক্তি গত ৩দিন ধরে যোশীয় মধুর জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন করে নিচ্ছেন বলে তিনি জানিয়েছেন।

যোশীয় মধু উপজেলার লেবুবাড়ি গ্রামের শিশুদান মধুর ছেলে।

এ ঘটনায় যোশীয় মধু কোটালীপাড়া থানাসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েও তিনি প্রতিকার পাননি বলে অভিযোগ করেছেন।

যোশীয় মধু বলেন, গত ৩দিন ধরে আমার এলাকার সাবেক ইউপি মেম্বার আমিনুল ইসলাম ও শৈলেন মধু আমার জমি থেকে জোরপূর্বক বালু উত্তোলন করছেন। আমি বাঁধা দিতে গেলে তারা আমাকে মারধরের হুমকি দিয়েছেন। তারা এই বালু উত্তোলন করে আমার কয়েক লক্ষ টাকার ক্ষতি করেছেন।

এ বিষয়ে সাবেক ইউপি মেম্বার আমিনুল ইসলামের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ধারাবাশাইল নয়াকান্দি থেকে লেবুবাড়ি সড়ক নির্মাণের জন্য বালু উত্তোলন করা হয়েছে। এখানে আমি বালু উত্তোলন করিনি। ঠিকাদার নান্নু মিয়া এ বালু উত্তোলন করেছেন।

ঠিকাদার নান্নু মিয়া বলেন, আমি আমার রাস্তার কাজ সাবেক মেম্বার আমিনুল ইসলামকে চুক্তিতে দিয়েছি। সে কোথা থেকে বালু এনেছেন সেটি আমার দেখার বিষয় নয়।

কোটালীপাড়া থানার এএসআই রফিক বলেন, থানায় অভিযোগ পাওয়ার পরে আমি ঘটনাস্থলে গিয়ে বালু উত্তোলন বন্ধ করেছিলাম।

শেয়ার