Top

গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে মার্কেট ও ভবন পুড়ে ছাই

০৩ ফেব্রুয়ারি, ২০২৫ ৯:৪৬ অপরাহ্ণ
গাজীপুরে গ্যাস সিলিন্ডারের আগুনে মার্কেট ও ভবন পুড়ে ছাই
গাজীপুর প্রতিনিধি :

গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তায় আনোয়ারা বেগম সুপার মার্কেটে গ্যাস সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে মার্কেটের দোকানসহ বহুতল ভবনের দু’টি তলা পুড়ে ছাই হয়ে গেছে।

সোমবার (৩ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশের ওই ভবন ও মার্কেটে আগুনের লাগে। ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের কর্মীরা পৌণে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মুহাম্মদ মামুন জানান, টিনের ছাউনিযুক্ত আধাপাকা ওই মার্কেটে পাঁচটি দোকান রয়েছে। বিক্রির জন্য ওইসব দোকানে সংরক্ষিত গ্যাসের চুলা এবং বিভিন্ন খুচরা যন্ত্রাংশসহ বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার রাখা ছিল। বিকেল সাড়ে ৩টার দিকে মার্কেটের আকন্দ এন্টারপ্রাইজ দোকানে সিলিন্ডারের লিকেজ থেকে হঠাৎ আগুনের সূত্রাপাত হয়। মুহুর্তেই আগুন পুরো মার্কেটে ছড়িয়ে পড়ে ভয়াবহ আকার ধারণ করে। আগুনের লেলিহান শিখা মার্কেটের পাশের বহুতল আবাসিক ভবনের নীচতলায় ও দ্বিতীয় তলায় ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর, কোনাবাড়ি ও ভোগড়া মডার্ন ফায়ার স্টেশনের ৬টি ইউনিটের কর্মীরা পৌণে দুই ঘন্টার চেষ্টায় আগুন নেভায়। ততক্ষণে মার্কেটের মালামালসহ চারটি দোকান এবং আবাসিক ভবনের দু’টি তলা পুড়ে ক্ষয়ক্ষতি হয়। ফায়ার সার্ভিসের তাৎক্ষণিক পদক্ষেপে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

আগুন লাগার ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে ঢাকাগামী যানবাহনগুলো জয়দেবপুর সড়ক হয়ে উড়াল সড়ক ব্যবহার করে গন্তব্যের দিকে চলে যায়। অগ্নিকান্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে।

বিএইচ

শেয়ার