গাজীপুরের শ্রীপুরে চোর সন্দেহে তিন যুবককে আটক করে গণধোলাইয়ের পর পুলিশে দিয়েছে জনতা। সোমাবার (৩ জানুয়ারি) রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের ধনুয়া (বড়চালা) গ্রামের শাহ আলমের বাড়ীতে চুরি করতে গেলে তাদেরকে আটক করে পুলিশে দেওয়া হয়।
আটককৃতরা হলেন, ময়মনসিংহের নান্দাইল উপজেলার বালিয়াপাড়া গ্রামের বাদশা মিয়ার ছেলে সোহেল রানা (৩০) ও একই জেলার ত্রিশাল উপজেলার নগরচরা গ্রামের ফজলুল হকের ছেলে জহিরুল ইসলাম(২৫) এবং শ্রীপুর উপজেলার গাজীপুর ইউনিয়নের নগরহাওলা গ্রামের মৃত ফজর আলীর ছেলে আবুল হোসেন (৪৫)।
ধনুয়া (বড়চালা) গ্রামের শহিদুল ইসলামের ছেলে শাহ আলম জানান, রাত পৌণে তিনটার দিকে ওই তিন যুবকদেয়াল টপকে চুরি করার উদ্দেশ্যে বাড়ীতে ঢুকে। পরে তারা বারান্দার গেট খুলে ঘরে প্রবেশ করার চেষ্টা করে। দেয়াল টপকে প্রবেশের সময় টের পেয়ে কৌশলে পাশের ঘর বের হয়ে গেইট বন্ধ করে দেই। বাড়ির লোকজনের চিৎকার শুনে আশপাশের লোকজন এসে তাদেরকে আটক করে হাত-পা বেঁধে গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে জনতা তাদেরকে পুলিশে সোপর্দ করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন, জনতা চোর সন্দেহে তিন যুবককে আটক করে গণধোলাইয়ের পর পুলিশে দিয়েছে। তাদের বিরুদ্ধে আশপাশের কোনো থানায় ডাকাতি বা চুরির মামলা আছে কিনা যাচাইয়ের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এম জি