Top
সর্বশেষ
দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ লেবাননে ফের ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত

পলাশবাড়ি উপজেলা ছাত্রলীগের বিতর্কিত কমিটি, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন

১২ জানুয়ারি, ২০২১ ৬:০৬ অপরাহ্ণ
পলাশবাড়ি উপজেলা ছাত্রলীগের বিতর্কিত কমিটি, বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন
গাইবান্ধা প্রতিনিধি :

গাইবান্ধার পলাশবাড়ি উপজেলা ছাত্রলীগের কমিটি নিয়ে নানা অনিয়মের অভিযোগ উঠেছে। কমিটিতে জামায়াত শিবিরের নেতা, প্রতারণার দায়ে অভিযুক্ত, বিবাহিত, এমনকি মাদকসেবীদেরও অন্তর্ভুক্ত করা হয়েছে। মঙ্গলবার ওই বিতর্কিত কমিটি গঠনের প্রতিবাদ এবং অবিলম্বে কমিটি বাতিলের দাবিতে বিক্ষুব্ধ ত্যাগী ছাত্রলীগ নেতাকর্মীরা গাইবান্ধা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ও কেন্দ্রীয় কমিটিকে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়।

উল্লেখ্য, বিতর্কিত এই কমিটি অবিলম্বে বাতিলের দাবিতে ছাত্রলীগের বিক্ষুব্ধ নেতাকর্মীরা সোমবার পলাশবাড়ী উপজেলা সদরে বিক্ষোভ মিছিল ও পথসভা করে। পথসভায় স্থানীয় সংসদ সদস্য অ্যাড. উম্মে কুলসুম স্মৃতিসহ উপজেলার আওয়ামী লীগের নেতারাও একাত্মতা প্রকাশ করে বক্তব্য রাখেন।

মঙ্গলবার অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত অভিযোগে উপজেলা ছাত্রলীগের ত্যাগী নেতাদের পক্ষে সাংগঠনিক সম্পাদক মো. নাজিবুর রহমান নয়ন উল্লেখ করে, ২০১৮ সালের ২০ ফেব্রুয়ারি মামুনুর রশিদ সুমনকে সভাপতি করে উপজেলা ছাত্রলীগের কমিটি গঠন করা হয়। সভাপতি সুমনের মা জামায়াতের রাজনীতির সাথে জড়িত থাকায় এবং ত্যাগী নেতাদের বাদ দিয়ে কমিটি করায় বঞ্চিত নেতাদের আন্দোলনের কারণে কেন্দ্রীয় কমিটি ওই সালের ২৩ ফেব্রুয়ারি কমিটি বিলুপ্তি ঘোষণা করে। অথচ অজ্ঞাত কারণে ওই মামুনুর রশিদ সুমনকেই সাধারণ সম্পাদক করে অন্যান্য বিতর্কিতদের নিয়েই নিয়ম বহির্ভুতভাবে চলতি বছরের ৬ জানুয়ারী গাইবান্ধা জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত একটি প্যাডে পলাশবাড়ী উপজেলা ছাত্রলীগের ১১ সদস্য বিশিষ্ট বিতর্কিত কমিটি গঠন করে তা ফেসবুকে প্রকাশ করা হয়।

শুধু তাই নয়, বিতর্কিত সুমন বিবাহিত। সে গাইবান্ধা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে মাদক সেবনের সময় হাতে নাতে ধরা পড়ে। এসময় তার কাছে মাদক পাওয়া গেলে ভ্রাম্যমান আদালত তাকে ৭ দিনের সাজা প্রদান করে।

এছাড়াও বিতর্কিত এই কমিটিতে মো. আতিক হাসান মিল্লাতকে সভাপতি পদ দেওয়া হয়েছে সেও একজন মাদকসেবী। তার পলাশবাড়ী ছাত্রলীগের রাজনীতির সাথে কোন সংশ্লিষ্টতা নেই বরং সে ছাত্রদল ও বিএনপি নেতাকর্মীদের সাথে সকল কর্মকাণ্ডে প্রকাশ্যে মেলামেশায় সম্পৃক্ত থাকে এবং তার পরিবার জামায়াত-বিএনপির রাজনীতির সাথে সক্রিয়ভাবে জড়িত। তদুপরি সহ-সভাপতি মো. হাবিবুর রহমানও বিবাহিত এবং জামায়াত-শিবিরের রাজনীতির সাথে দীর্ঘদিন যাবত জড়িত রয়েছে।

ঘোষিত কমিটির সাংগঠনিক সম্পাদক মো. রুবেল মিয়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভুয়া অডিটর সেজে পরিদর্শনের সময় পুলিশের হাতে গ্রেফতার হয়। যা বিভিন্ন পত্র-পত্রিকায় সংবাদ প্রকাশ হয় এবং সেই প্রতারণা মামলাটিও চলমান রয়েছে। যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুরাদ সরকার মিকাত এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. নাজমুল হক জুলিয়াস ছাত্রলীগের সাথে কখনও জড়িত ছিল না। মুরাদ সরকার মিকাত দিনাজপুর হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।

সংবাদ সম্মেলনে পলাশবাড়ী ছাত্রলীগের রাজনীতিকে কলুষিত করতে বিতর্কিত কমিটি গঠন এবং বিএনপি-জামায়াতের টাকায় নিয়ন্ত্রিত গাইবান্ধা ও পলাশবাড়ীর চক্রান্তকারী নেতাকর্মীদের শাস্তিরও দাবী জানানো হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পলাশবাড়ি উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সহ-সভাপতি জাকির হোসেন টমাসসহ মো. সাইফ সরকার, মো. জাহিদ হাসান ও মো. রমজান আলী।

শেয়ার