Top
সর্বশেষ
দেশের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে কাজ করুন: শীর্ষ নির্বাহীদের প্রধান উপদেষ্টা সরকারের সহযোগিতা চান শীর্ষ বহুজাতিক কোম্পানির নির্বাহীরা চলমান পরিস্থিতিতে সবাইকে শান্ত থাকার অনুরোধ শিবির সভাপতির নিষ্ঠুরভাবে বিক্ষোভ কন্ট্রোল করতে না চাওয়াটা সরকারের বড় সীমাবদ্ধতা: প্রেস সচিব চট্টগ্রামে ইসকন সদস্যদের হামলায় আইনজীবী সাইফুল নিহত সেপ্টেম্বরে কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে সংবিধানের ৬২ জায়গায় সংশোধনী চায় বিএনপি   ট্রেনের ধাক্কায় অটোরিকশার ৫ যাত্রী নিহত বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র সংঘর্ষের ঘটনায় ছাত্রশিবিরের উদ্বেগ প্রকাশ লেবাননে ফের ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত

আত্মসমর্পণকারী জঙ্গি সদস্যকে ৫ লাখ টাকা দিলো র‌্যাব

১২ জানুয়ারি, ২০২১ ৬:১৮ অপরাহ্ণ
আত্মসমর্পণকারী জঙ্গি সদস্যকে ৫ লাখ টাকা দিলো র‌্যাব
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ :

সিরাজগঞ্জে আত্মসমর্পণকারী জঙ্গি সদস্য সালাউদ্দিন আহমেদ সুজনকে (৩৪) পুনর্বাসনের জন্য সঞ্চয়পত্রের ৫ লাখ টাকা প্রদান করেছে র‌্যাব। র‌্যাব-১২’র অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ রফিকুল হাসান গণি মঙ্গলবার বিকেলের দিকে সদর দপ্তরে (র‌্যাব-১২) আনুষ্ঠানিকভাবে এই সঞ্চয়ের টাকা তাকে প্রদান করেন।

র‌্যাবের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহীর বাঘা উপজেলার দাঁদপুর গ্রামের আত্মসমর্পণকারী জঙ্গি সদস্য সুজন জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ততা ছিল। সে তার ভুল বুঝতে পেরে ২০১৭ সালের ৯ ডিসেম্বর আত্মসমর্পণ করে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসে। পরবর্তীতে তাকে পুনর্বাসনের জন্য সোনালী ব্যাংক লিঃ, সিরাজগঞ্জ শাখায় ৩ বছরের জন্য ৫ লাখ টাকার তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র খুলে দেয়া হয়। ইতোমধ্যেই তাকে ওই সঞ্চয়পত্রের সকল লভ্যাংশের টোকেন প্রদান করা হয় এবং ২০২০ সালের ১৮ ডিসেম্বর সঞ্চয়পত্রের মেয়াদ ৩ বছর পূর্ণ হয়। এরই পরিপ্রেক্ষিতে ৫ লাখ টাকার মূল সঞ্চয়পত্র এবং অবশিষ্ট ৯ম-১২তম লভ্যাংশের টোকেন প্রদান করেন।

এ সময় র‌্যাব-১২’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য র‌্যাব সদস্যগণ উপস্থিত ছিলেন।

শেয়ার