Top
সর্বশেষ
ভারত-বাংলাদেশ সম্পর্ক অন্য দেশের ওপর নির্ভর করে না: ভারতীয় মুখপাত্র অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে সংকল্পবদ্ধ হতে হবে: তারেক রহমান বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু বিএসএফের ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ট্রাম্পের অস্ত্র ফেরতের দাবি প্রত্যাখান করল তালেবান বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত

আত্মসমর্পণকারী জঙ্গি সদস্যকে ৫ লাখ টাকা দিলো র‌্যাব

১২ জানুয়ারি, ২০২১ ৬:১৮ অপরাহ্ণ
আত্মসমর্পণকারী জঙ্গি সদস্যকে ৫ লাখ টাকা দিলো র‌্যাব
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ :

সিরাজগঞ্জে আত্মসমর্পণকারী জঙ্গি সদস্য সালাউদ্দিন আহমেদ সুজনকে (৩৪) পুনর্বাসনের জন্য সঞ্চয়পত্রের ৫ লাখ টাকা প্রদান করেছে র‌্যাব। র‌্যাব-১২’র অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোঃ রফিকুল হাসান গণি মঙ্গলবার বিকেলের দিকে সদর দপ্তরে (র‌্যাব-১২) আনুষ্ঠানিকভাবে এই সঞ্চয়ের টাকা তাকে প্রদান করেন।

র‌্যাবের মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার প্রণব কুমার সরকার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহীর বাঘা উপজেলার দাঁদপুর গ্রামের আত্মসমর্পণকারী জঙ্গি সদস্য সুজন জঙ্গি সংগঠনের সাথে সম্পৃক্ততা ছিল। সে তার ভুল বুঝতে পেরে ২০১৭ সালের ৯ ডিসেম্বর আত্মসমর্পণ করে এবং স্বাভাবিক জীবনে ফিরে আসে। পরবর্তীতে তাকে পুনর্বাসনের জন্য সোনালী ব্যাংক লিঃ, সিরাজগঞ্জ শাখায় ৩ বছরের জন্য ৫ লাখ টাকার তিন মাস অন্তর মুনাফাভিত্তিক সঞ্চয়পত্র খুলে দেয়া হয়। ইতোমধ্যেই তাকে ওই সঞ্চয়পত্রের সকল লভ্যাংশের টোকেন প্রদান করা হয় এবং ২০২০ সালের ১৮ ডিসেম্বর সঞ্চয়পত্রের মেয়াদ ৩ বছর পূর্ণ হয়। এরই পরিপ্রেক্ষিতে ৫ লাখ টাকার মূল সঞ্চয়পত্র এবং অবশিষ্ট ৯ম-১২তম লভ্যাংশের টোকেন প্রদান করেন।

এ সময় র‌্যাব-১২’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দসহ অন্যান্য র‌্যাব সদস্যগণ উপস্থিত ছিলেন।

শেয়ার