Top

ফেনীতে দগ্ধ হয়ে ঘুমন্ত যুবকের মৃত্যু

১২ জানুয়ারি, ২০২১ ৬:৪১ অপরাহ্ণ
ফেনীতে দগ্ধ হয়ে ঘুমন্ত যুবকের মৃত্যু
ফেনী প্রতিনিধি: :

ফেনী সদর উপজেলার ধলিয়া ইউপির আলীপুর গ্রামে বসত ঘরে আগুন লেগে ঘুমান্ত অবস্থায় দগ্ধ হয়ে মারা গেছেন মোঃ রায়হান ওরফে সোহাগ (২৮) নামের এক যুবক। মঙ্গলবার সকালে তার পোড়ে বিকৃত হয়ে যাওয়া লাশ উদ্ধার করেছে স্থানীয় লোকজন।

মঙ্গলবার গভীর রাতে ফেনী সদর উপজেলার ধলিয়া ইউপির অলিপুর গ্রামের আবুল বাশার সবুজ মেম্বার বাড়ীর নুর নবীর বসতঘরে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোহাগ ওই গ্রামের মৃত সালেহ আহমদের ছেলে। নুর নবী বর্তমানে পরিবার নিয়ে ঢাকায় থাকেন। সোহাগকে ওই ঘরে পাহারার দায়িত্ব দেয়া হয়। অগ্নিকান্ডের রাতে নিহত সোহাগ একা ঘরে ঘুমিয়ে ছিলো।

খবর পেয়ে ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরীন সুলতানা ও ফেনী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) মোঃ ওমর হায়দার ঘটনাস্থল পরিদর্শন করেন।

ফায়ার সার্ভিস ও ধলিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড মেম্বার আবুল বশর সবুজ জানান যায়, ধলিয়া ইউনিয়নের দক্ষিণ অলিপুর গ্রামে আবুল বশর সবুজ মেম্বার বাড়ির নুর নবীর ঘরে বৈদ্যুতিক শটসার্কিটের মাধ্যমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফেনী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনার স্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।

আগুনে পুরো ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘরের ভিতরে থাকা মোঃ রায়হান ওরফে সোহাগ অগ্নিদগ্ধ হয়ে মারা যায়। স্থানীয় লোকজন সকাল বেলা টিনের ভিতরে তার লাশ পড়ে থাকতে দেখে বিকৃত লাশটি উদ্ধার করে পুলিশকে খবর দিলে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

ফেনী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকরী পরিচালক পূর্ণ চন্দ্র মুৎসুদ্দী জানান, বৈদ্যুতিক শটসার্কিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত। অগ্নিকাণ্ডে বসতঘরটি পুড়ে যায় এবং প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে।

শেয়ার