Top
সর্বশেষ
ভারত-বাংলাদেশ সম্পর্ক অন্য দেশের ওপর নির্ভর করে না: ভারতীয় মুখপাত্র অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে সংকল্পবদ্ধ হতে হবে: তারেক রহমান বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু বিএসএফের ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ট্রাম্পের অস্ত্র ফেরতের দাবি প্রত্যাখান করল তালেবান বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত

যুক্তরাষ্ট্রে মৃত্যুর রেকর্ড, ১ দিনে চার হাজার ৪৭০ জন

১৩ জানুয়ারি, ২০২১ ১১:৩২ পূর্বাহ্ণ
যুক্তরাষ্ট্রে মৃত্যুর রেকর্ড, ১ দিনে চার হাজার ৪৭০ জন

২৪ ঘণ্টায় করোনায় আক্রান্তদের মধ্যে আরও চার হাজার ৪৭০ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে সর্বোচ্চ এতে মোট মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে তিন লাখ ৮০ হাজার।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে যুক্তরাষ্ট্রে দৈনিক মৃত্যুতে প্রতিনিয়তই ভাঙছে আগের রেকর্ড। সবশেষ চব্বিশ ঘণ্টায়ও তাই হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার রাত সাড়ে আটটা পর্যন্ত দেশটিতে করোনায় চার হাজার ৪৭০ জনের মৃত্যু হয়েছে, যা একদিনে সর্বোচ্চ।

এতে মোট মৃত্যুর সংখ্যা ছাড়িয়েছে তিন লাখ ৮০ হাজার।

এই সময়ে ছোঁয়াচে এই ভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে আরও দুই লাখ ৩৫ হাজারের বেশি মানুষের শরীরে।

মোট শনাক্তের সংখ্যা ছাড়িয়েছে দুই কোটি ২৮ লাখ ৩৫ হাজার। এর মধ্যে হাসপাতালে বর্তমানে চিকিৎসাধীন প্রায় এক লাখ ৩১ হাজার মানুষ।

শনাক্ত ও মৃত্যুর বৈশ্বিক তালিকায় অনেক আগে থেকেই সবার ওপরে যুক্তরাষ্ট্র।

গত কিছু দিন ধরে যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যুর সংখ্যা আশঙ্কাজনক হারে বেড়েছে। গড় সাপ্তাহিক মৃত্যু পৌঁছেছে সর্বোচ্চ পর্যায়ে।

দেশটিতে করোনার নতুন ভ্যারিয়েন্টও শনাক্ত হয়েছে, যা এরই মধ্যে মহামারি ঘটানো করোনা থেকে ৭০ শতাংশ বেশি ছোঁয়াচে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে কর্তৃপক্ষ। যুক্তরাষ্ট্রে কাউকে প্রবেশ করতে হলে অবশ্যই করোনা নেগেটিভ সনদ দেখাতে হবে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ডিসেম্বরের মাঝামাঝি থেকেই দেশটিতে চলছে গণটিকা কর্মসূচি। এরই মধ্যে ৯৩ লাখ মানুষকে টিকার দুই ডোজের প্রথমটি দেয়া হয়েছে। কিন্তু এই সংখ্যা যুক্তরাষ্ট্রের মোট জনসংখ্যার মাত্র ১০ শতাংশ।

শেয়ার