Top
সর্বশেষ
ভারত-বাংলাদেশ সম্পর্ক অন্য দেশের ওপর নির্ভর করে না: ভারতীয় মুখপাত্র অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে সংকল্পবদ্ধ হতে হবে: তারেক রহমান বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু বিএসএফের ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ট্রাম্পের অস্ত্র ফেরতের দাবি প্রত্যাখান করল তালেবান বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত

গুলশানে আরব আমিরাতের দূতাবাসে বিস্ফোরণ, নিহত ১

১৩ জানুয়ারি, ২০২১ ৩:১২ অপরাহ্ণ
গুলশানে আরব আমিরাতের দূতাবাসে বিস্ফোরণ, নিহত ১

ঢাকার গুলশানে সংযুক্ত আরব আমিরাতের দূতাবাসের ভেতরে বিস্ফোরণে অন্তত এক জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও সাত জন।

বুধবার দুপুরে গুলশান ২ এলাকায় ইম্পেরিয়াল ফিনান্সিয়াল ভবনের নিচতলায় আরব আমিরাত দূতাবাসের ভেতরে এ বিস্ফোরণ হয়। ভবনটিতে এনসিসি ব্যাংকের একটি শাখাও রয়েছে।

বিস্ফোরণের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো ধারণা দিতে পারেনি পুলিশ বা ফায়ার সার্ভিস।

ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী বলেন, বুধবার বেলা দেড়টার দিকে ওই ভবনে হঠাৎ বিস্ফোরণ ঘটে।

প্রাথমিকভাবে ধরণা করা হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্রের কম্প্রেসর বিস্ফোরিত হয়ে মথাকতে পারে। তবে পুলিশের বোমা নিষ্ক্রিয়করণ ইউনিটকেও ডাকা হয়েছে। তদন্তে প্রকৃত ঘটনা জানা যাবে।

বারিধারা ফায়ার স্টেশনের ডিউটি অফিসার আবুল কালাম আজাদ বলেন, বিস্ফোরণে একজন মারা গেছেন। আরও ছয়জন আহত আছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

বিস্ফোরণে ভবনের নিচতলার সামনের অংশ ব্যাপক ক্ষতি হয়েছে বলেও ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বরত কর্মকর্তা রাসেল শিকদার বলেন, বিস্ফোরণের খবর পেয়ে তাদের দুটি গাড়ি সেখানে গেছে। বিস্ফোরণে কারণ তারা এখনও জানতে পারেননি।

শেয়ার