সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে বিডি ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২৯৮ বারে ২২ লাখ ৬৮ হাজার ৭২৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ৪১ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা আরডি ফুডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ৭৫ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৫৫৯ বারে ১ কোটি ৬৯ লাখ ৭৪ হাজার ২৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯৮ কোটি ৫৪ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা এসিআই ফর্মুলেশনের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৪ দশমিক ২০ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৫৫৫ বারে ৩৫ লাখ ২৬ হাজার ২৫২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭৭ কোটি ৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- বঙ্গজের ৩.২০ শতাংশ, সিভিও পেট্রোকেমিক্যালের ২.৯১ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ২.০৩ শতাংশ, জিকিউ বলপেনের ১.৯৬ শতাংশ, আমান ফিডের ১.৬৭ শতাংশ, যমুনা অয়েলের ১.৬১ শতাংশ এবং সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর ১.৬১ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস