সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে মেঘনা সিমেন্ট মিলস পিএলসি।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৫৩ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬৬ বারে ২২ হাজার ২১৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানেতাকাফুল ইসলামী ইন্স্যুরেন্সের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৮৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৯ বারে ৫ লাখ ৪২ হাজার ৬৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৩ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা তাল্লু স্পিনিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৪১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৫২৫ বারে ৮ লাখ ৮০ হাজার ৪৬৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- অলটেক্স ইন্ডাস্ট্রিজের ৪.১৯ শতাংশ, কেএন্ডকিউয়ের ৩.৮০ শতাংশ, গ্লোবাল হেভি কেমিক্যালসের ৩.৪৭ শতাংশ, ড্রগণ সোয়েটারের ৩.৩৮ শতাংশ, এলআর গ্লোবাল বাংলাদেশ মিউচুয়াল ফান্ড ওয়ান’র ৩.২২ শতাংশ, রেনউইক যজ্ঞেস্বরের ৩.১৫ শতাংশ এবং ফাস ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের ২.৯৪ শতাংশ কমেছে।
এসকেএস