সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৩৭ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৪১৫ বারে ৫ লাখ ৯৭ হাজার ৪২৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ১০ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে জেএমআই হসপিটালের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৩ হাজার ২৯৩ বারে ৫৩ লাখ ৫১ হাজার ৫৭৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪৬ কোটি ৪২ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা জেমিনি সী ফুডের শেয়ার দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৯৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৫৯৭ বারে ১ লাখ ৮৬ হাজার ৩২৪ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬ কোটি ৭৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- পেপার প্রসেসিংয়ের ৪.৯৬ শতাংশ, মনোস্পুল পেপারের ৪.৯৫ শতাংশ, প্রগতি ইন্স্যুরেন্সের ৪.৯৪ শতাংশ, জিলবাংলা সুগারের ৪.৯২ শতাংশ, ইউনিক হোটেলের ৪.৯৫ শতাংশ, তমিজউদ্দিন টেক্সটাইলের ৪.৭৭ শতাংশ এবং ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার দর ৪.৭১ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস