সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিক লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৬ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৯৬৫ বারে ৯৯ লাখ ৪৯ হাজার ৭৭৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪১ কোটি ২ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ফু-ওয়াং সিরামিকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২৩৭ বারে ২৬ লাখ ৩৫ হাজার ৭৫৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৬১ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা বিডি থাই ফুডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ১৪ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬৭০ বারে ৯ লাখ ৬১ হাজার ৩৬২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৪৬ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- সালভো কেমিক্যালের ৮.৮৪ শতাংশ, ভিএএমএলআরবিবি মিউচুয়াল ফান্ডের ৬.৮৪ শতাংশ, জেএমআই হসপিটালের ৬.৬৬ শতাংশ, সানলাইফ ইন্সুরেন্সের ৬.৬৫ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ৫.৯৯ শতাংশ, লাভেলো আইসক্রিমের ৫.১০ শতাংশ এবং হামিদ ফেব্রিক্সের ৫.০৬ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস