ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেএমআই হসপিটাল লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির ২ কোটি ৫৬ লাখ ১৩ হাজার ২৪৬টি শেয়ার লেনদেন হয়েছে । যার বাজার মূল্য ২৩০ কোটি ২০ লাখ ৪০ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকোর ১ কোটি ২৫ লাখ ৫৫ হাজার ৫৯৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ১৮৩ কোটি ১৫ লাখ ২০ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা এসিআই ফর্মুলেশনের ৭৭ লাখ ৮১ হাজার ৯১৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬০ কোটি ৭ লাখ ৬১ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- শাইনপুকুর সিরামিকসের ১৫৭ কোটি ৬৬ লাখ ৫৫ হাজার টাকার, আইপিডিসি ফাইন্যান্সের ১৪৯ কোটি ৯২ লাখ ১৫ হাজার টাকার, ইউনিক হোটেলের ১৩৩ কোটি ২৯ লাখ ৫৯ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১৩১ কোটি ৫২ লাখ ২৫ হাজার টাকার, আরডি ফুডের ১২৯ কোটি ৮১ লাখ ৪০ হাজার টাকার, ফরচুন সুজের ১১৮ কোটি ৬১ লাখ ৪৮ হাজার টাকার এবং ইস্টার্ন হাউজিংয়ের ১১১ কোটি ১৭ লাখ ৪৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস