Top
সর্বশেষ
ভারত-বাংলাদেশ সম্পর্ক অন্য দেশের ওপর নির্ভর করে না: ভারতীয় মুখপাত্র অবাধ-সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করার প্রক্রিয়ার ওপর গুরুত্বারোপ ড. ইউনূসের গণতন্ত্র ও ভোটের অধিকার ফেরাতে সংকল্পবদ্ধ হতে হবে: তারেক রহমান বাংলাদেশ সীমান্তে ‘অপস অ্যালার্ট’ মহড়া শুরু বিএসএফের ভারতে অস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নিহত ৮ ট্রাম্পের অস্ত্র ফেরতের দাবি প্রত্যাখান করল তালেবান বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত

উত্তর প্রদেশে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষে নিহত ৭

৩১ মে, ২০২২ ১২:৪১ অপরাহ্ণ
উত্তর প্রদেশে অ্যাম্বুলেন্স-ট্রাক সংঘর্ষে নিহত ৭

ভারতের উত্তর প্রদেশে অ্যাম্বুলেন্স ও ট্রাকের সংঘর্ষে সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার (৩১ মে) সকালে দিল্লি-লখ্নো মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একই পরিবারের ছয়জন বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, অ্যাম্বুলেন্সটি প্রথমে সড়কের ডিভাইডারে ধাক্কা দেয়। এরপর এটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং একটি ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান চালকসহ একই পরিবারের ৬ জন।

নিহতদের পরিচয় পাওয়া গেছে এবং তাদের স্বজনদের জানানো হয়েছে। তারা সবাই চিকিৎসার জন্য দিল্লি গিয়েছিলেন বলে জানা গেছে।

এদিকে, নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন রাজ্য মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

শেয়ার