Top

নরসিংদীর রায়পুরায় দুই ইউপিতে ভোট কাল

১৪ জুন, ২০২২ ৬:২৬ অপরাহ্ণ
নরসিংদীর রায়পুরায় দুই ইউপিতে ভোট কাল
 নরসিংদী প্রতিনিধি :
নরসিংদীর রায়পুরায় দুই ইউনিয়নে সদস্য পদে উপ-নির্বাচনে ভোট আগামীকাল বুধবার।  ভোটকে সামনে রেখে মঙ্গলবার (১৪জুন) বিকালে রায়পুরা উপজেলা নির্বাচন অফিস থেকে ওই দুটি কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে ভোটের সরঞ্জামাদী।
উপজেলা নির্বাচন অফিসসূত্রে জানা গেছে, উপজেলার চান্দেরকান্দি ৪নং ওয়ার্ড ও চর আড়ালিয়া ০৯নং ওয়ার্ডের ইউপি সদস্যের মৃত্যুতে সদস্য পদ শুন্য থাকায় ঘোষিত তফসিল অনুযায়ী ওই পদের উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
ওই দুই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২১৯০। প্রতিটি কেন্দ্রে ৩জন করে মোট ৬জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ভোটাররা তাদের পছন্দের প্রার্থী মনোনীত করতে ইতিপূর্বে তেমন কোনো উৎসব মুখর দেখা না গেলেও প্রার্থীদের দৌড়ঝাপ দেখা গেছে। তবে এই উপ-নির্বাচনকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে কেন্দ্র গুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এর পাশাপাশি পর্যাপ্ত পরিমানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।
শেয়ার