Top
সর্বশেষ
বিএনপিকে আ.লীগের দোসর বানানোর চেষ্টা হচ্ছে: মির্জা আব্বাস জুলাই আন্দোলনে আহত ৭ জনকে পাঠানো হলো সিঙ্গাপুরে ধাক্কা কাটিয়ে মোবাইল ব্যাংকিংয়ে লেনদেনে রেকর্ড জন্মসূত্রে নাগরিকত্ব বাতিলে ট্রাম্পের আদেশ স্থগিত ‘বিএনপি মহাসচিব নিরপেক্ষ সরকারের নামে আরেকটি ১/১১ সরকারের প্রস্তাবনা করছে’ ‘১১৬ অনুচ্ছেদের কারণে বিচারকরা সরকারের কাছে জিম্মি’ গাজায় ধ্বংসস্তূপের নিচ থেকে ১৬২ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার জুলাই-সেপ্টেম্বর প্রান্তিক: বিদেশি বিনিয়োগ কমে ১১ বছরের মধ্যে সর্বনিম্ন মালয়েশিয়ায় ৭১ বাংলাদেশিসহ ১৭৬ জন গ্রেপ্তার আইকিউএয়ার সূচকে আজ ঢাকার বায়ু ‘খুবই অস্বাস্থ্যকর’

ইরানে জন্মদিনের পার্টিতে আগুন, শিশুসহ নিহত ৮

১৫ জুন, ২০২২ ২:০৭ অপরাহ্ণ
ইরানে জন্মদিনের পার্টিতে আগুন, শিশুসহ নিহত ৮

ইরানে একটি জন্মদিনের পার্টিতে অগ্নিকাণ্ডে চার শিশুসহ ৮ জন নিহত হয়েছে। বুধবার রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে জানানো হয়েছে, একটি আন্ডারগ্রাউন্ড রেস্টুরেন্টে ওই জন্মদিনের পার্টির আয়োজন করা হয়।

বার্তা সংস্থা ইরনার এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী তেহরানের পশ্চিমে অবস্থিত আন্দিশেহ শহরে ওই দুর্ঘটনা ঘটেছে।

তেহরান প্রদেশের রেড ক্রিসেন্টের কর্মকর্তা শাহিন ফাথি জানিয়েছেন, অগ্নিকাণ্ডে ঘটনাস্থলেই সাতজনের মৃত্যু হয়েছে। অপরদিকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে তিন বছরের এক শিশু চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

কাউন্টির প্রসিকিউটর হামিদ আসগরি জানিয়েছেন, খুব দ্রুত গতিতে রেস্টুরেন্টের ভেতরে আগুন ছড়িয়ে পড়তে শুরু করে।

বিপি/এস

শেয়ার