Top
সর্বশেষ

বিশ্ববিদ্যালয়গুলোর গুচ্ছ ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত পরবর্তী সভায়: জবি উপাচার্য

১৮ জানুয়ারি, ২০২১ ৩:৩৭ অপরাহ্ণ
বিশ্ববিদ্যালয়গুলোর গুচ্ছ ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত পরবর্তী সভায়: জবি উপাচার্য
জবি সংবাদদাতা :

বিশ্ববিদ্যালয়গুলোর গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচির ব্যপারে উপাচার্যদের পরবর্তী সাধারণ সভায় সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন গুচ্ছ ভিত্তিক বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কমিটির যুগ্ম আহবায়ক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান।

আজ সোমবার (১৮ জানুয়ারি) একটি সভা শেষে তিনি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যপারে এসব কথা বলেন।

সময়সূচির সিদ্ধান্ত নিতে পরবর্তী সভা চলতি মাসের শেষদিকে আহবান করা হতে পারে বলে জানিয়েছেন তিনি।

জবি উপাচার্য বলেন, ‘করোনা পরিস্থিতি এখনো স্বাভাবিক হয়নি। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা পরিক্ষা নেয়ার সিদ্ধান্ত নিব। এছাড়া আগের বছরের প্রথমবর্ষের শিক্ষার্থীদেরও পরীক্ষা নিয়ে দ্বিতীয় বর্ষে ওঠানো যায়নি। আগে তাদের পরীক্ষা নিয়ে দ্বিতীয় বর্ষে ওঠাতে হবে। আর প্রথমবর্ষের পরীক্ষা নিয়েই তো আমরা ক্লাস নিতে পারবো না। এজন্য এ বিষয়ে তাড়াহুড়ো নেই।’

দ্বিতীয়বার পরিক্ষা দেয়া শিক্ষার্থীদের বিষয়ে তিনি বলেন, ‘আমরা আগেই জানিয়েছি এ বছর যারা পাশ করেছে ও গতবছর যারা পাশ করেছে শুধু তাদের পরিক্ষা নেয়া হবে। এছাড়া প্রত্যেক বিশ্ববিদ্যালয় আগে যেভাবে ভর্তি করত এবারও সেভাবে ভর্তি করবে। যারা সেকেন্ড টাইমার শিক্ষার্থীদের ভর্তি করাতে চায় তারা করবে। যারা করতে চায় না তারা করবে না।’

এ সময় বিভাগ পরিবর্তনের ব্যপারে উপাচার্য বলেন, আমরা আগেই এ বিষয়ে আমাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছি, কীভাবে পরীক্ষা হবে তাও বলে দিয়েছি। সিদ্ধান্ত আর পরিবর্তন হবে না।

এসময় ড. মীজানুর রহমান বলেন, মেডিকেল, প্রকৌশলসহ আরো অনেক ধরনের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। একটির মধ্যে যাতে আরেকটি পরীক্ষা না পড়ে যায়, সেজন্য আমাদের উপাচার্যদের সভায় সিদ্ধান্ত হবে।

প্রসঙ্গত, এ বছর নতুন একটিসহ ২০ টি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভিত্তিতে ভর্তি পরীক্ষার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেগুলো হলো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এছাড়াও, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্ত বিশ্ববিদ্যালয় এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

শেয়ার