Top
সর্বশেষ

রাবি শিক্ষার্থী জুয়েলের ‘উদ্যোক্তা’ হওয়ার গল্প

২১ জানুয়ারি, ২০২১ ৪:১০ অপরাহ্ণ
রাবি শিক্ষার্থী জুয়েলের ‘উদ্যোক্তা’ হওয়ার গল্প
রায়হান ইসলাম :

‘প্রয়োজন-ই উদ্ভাবনের পাথেয়’- শৈশবের প্রাচীন এই উদ্ধৃতিটুকু যেমন জীবন চলার বাঁকে বাঁকে দুনিয়াকে দিয়েছে নতুন পথিকের সন্ধান, তেমনি উন্মোচিত করেছে নব সম্ভাবনার দ্বার। তবে সেই পথটাও যেন ডারউইনের টিকে থাকার লড়াই তত্ব থেকে কোন অংশে কম নয়! একদিকে যোগ্যতমের টিকে থাকা, অন্যদিকে টিকে থাকার জন্য যোগ্যতম হওয়ার লড়াই। আর এসব মিলেই গড়ে উঠে এক নতুন গল্প।

আজ জীবন যুদ্ধ সংগ্রামকারী তেমনি এক লড়াকু যুবকের উদ্যোগক্তা হওয়ার গল্প তুলে ধরছেন প্রতিবেদক রায়হান ইসলাম –

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী জুয়েল মামুন। উচ্চ শিক্ষার স্বপ্ন নিয়ে পরিবারের মুখ উজ্জল করতে দেশের অন্যতম এই বিদ্যাপীঠে এই শিক্ষার্থী। কিন্তু মধ্যবিত্ত পরিবার ও অর্থনৈতিক সমস্যা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পরপরই তার পড়াশোনা চালিয়ে যাওয়া হয়ে উঠে অনিশ্চিত।

তবে কিছুদিন পর হার না মানা জুয়েল মামুনের পাশে দাঁড়ায় যুক্তরাষ্ট্র ভিত্তিক একটি অলাভজনক প্রতিষ্ঠান ‘মানুষ মানুষের জন্য ফাউন্ডেশন ’। ফাউন্ডেশন থেকে তাকে মাসিক বৃত্তি দেওয়া হয়। এক বছর বৃত্তি দেওয়ার কথা থাকলেও জুয়েল মামুনকে দুই বছর এই স্কলারশিপ দেওয়া হয়।

দ্বিতীয় বর্ষের এক্সাম শেষ করে তার মাথায় চিন্তা আসে আরো দৃঢ় মনোবল নিয়ে টিকে থাকার লড়াই করতে হবে। সেই লড়াই এর অংশ হিসেবেই বিজনেস আইডিয়া নিয়ে কাজ শুরু করেন অর্থনীতি বিভাগের এই শিক্ষার্থী।

২০১৮ সালে দেশের বিভিন্ন প্রান্তে ফরমালিন মুক্ত আম সরবরাহের মাধ্যমে শুরু হয় তার প্রথম ব্যবসায়িক অগ্রযাত্রা এবং অল্প কিছুদিনের মধ্যেই দেশজুড়ে সারা ফেলে তার এই উদ্যোগ। ফলে নব উদ্যোমে বিভিন্ন ব্যবসার দিকে হাত বাড়াতে থাকেন বিশ্ববিদ্যালয়ের এ-ই তরুন উদ্যোক্তা।

নিজের আত্মবিশ্বাস, সাহস, শ্রম, কর্মদক্ষতা ও বিশ্লেষণধর্মী ক্ষমতাবলে পড়াশোনার পাশাপাশি আজ মধ্যবিত্ত পরিবারের হাল ধরেছেন মামুন। ভেজাল মুক্ত ফলমূল ও খাবার দ্রব্য সরবরাহের জন্য তিনি গড়ে তুলেছেন ‘ফ্রুটস হান্ট’। এছাড়াও গবাদিপশু ব্যবসার জন্য গড়ে তুলেছেন ‘ক্যাটল হান্ট’, বিভিন্ন মোদি দোকানের পণ্যের ব্যবস্যায় ‘গ্রোসারি হান্ট’ এবং কাপড়ের ব্যবসায় ‘এ্যাপারেলস হান্ট’।

সততা, বিশ্বাস এবং ক্রেতাদের আস্থা তাকে এই সফলতা এবং সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা দিয়েছে। ফলে ছোট উদ্যোগের পাশাপাশি এখন বড় উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষার্থী।

জানতে চাইলে এই তরুণ উদ্যোক্তা জুয়েল মামুন বলেন, জীবনে প্রতিকূলতা থাকবেই। তবে সেই প্রতিকূলতায় ভীত নয়,বরং নিজের কর্মদক্ষতাকে লক্ষ্যে পৌঁছার হাতিয়ার করে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন নিয়ে যাত্রা শুরু করেছিলাম। প্রথমে কিছু প্রতিবন্ধকতা সৃষ্টি হলেও এখন সেগুলো মোটামুটি কাটিয়ে উঠতে সক্ষম হয়েছি।

এই শীত মৌসুমে অনলাইনে এখন পর্যন্ত ১ হাজার কেজির উপরে খেজুরের গুড় এবং ১শত কেজি মধুসহ অন্যান্য পণ্য সরবরাহ করেছেন এবং এখনও বিশ্বস্ততার সাথে দেশের বিভিন্ন প্রান্তে সরবরাহ করছেন বলে জানান এই উদ্যোক্তা।

তিনি আরো বলেন, অল্প সময়ের মধ্যে ক্রেতাদের ভাল সাড়া পেয়েছি। যতটা সম্ভব নির্ভেজাল পণ্য সরবরাহের চেষ্টা করেছি। ফলে ক্রেতারা আমাদের উপর ভরসা করে। আমরা সেই ভরসার সঠিক মূল্যায়ন করার চেষ্টা করছি। এছাড়া দেশে আমাদের একটি ই-কমার্স প্ল্যাটফর্ম গড়ে উঠেছে। সেখান থেকে মানুষ নির্ভাবনায় তাদের প্রয়োজনীয় সামগ্রী কিনতে পারবে বলেও জানান তিনি।

উদ্যোক্তা হতে এসে পড়াশোনার কোন ক্ষতি হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে মামুন বলেন, পড়াশোনার পাশাপাশি ব্যবসা করে পড়াশোনার কোনো ক্ষতি হচ্ছে না বরং আগের তুলনায় আমার রেজাল্ট আরো ভালো হয়েছে। আমাদের বিভাগের পরীক্ষাগুলো মূলত ডিসেম্বর ও জানুয়ারী মাসে হয়। আর এই দুমাস আমার ছোটভাই ব্যবসা দেখাশোনা করে বলে জানান এই তরুণ উদ্যোক্তা।

জুয়েলকে সফল উদ্যোক্তা মনে করেছেন তার বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। জানতে চাইলে তার সহপাঠীরা বলেন, মামুনের উদ্যোক্তা হওয়ার গল্প সত্যিই আমাদের অনেক অনুপ্রেরণা দেয়া। এতো অল্প সময়ের মধ্যে নিজেকে সফল ভাবে দ্বার করানো প্রবল আত্মবিশ্বাস ও কর্মদক্ষতা ছাড়া সম্ভব নয়। আর সেটা তার মধ্যে আছে। আর এভাবেই সে আরো বহুদূর এগিয়ে যাবে এমন প্রত্যাশাই তার সহপাঠীদের।

সহযোগী অধ্যাপক ড. ফরিদ খান বলেন, জুয়েল মামুন আমাদের প্রিয় শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি সে বিভিন্ন বিজনেস আইডিয়া নিয়ে ব্যবসা কার্যক্রম পরিচলনা করছে এটা খুবই ভালো দিক। মানুষ আসলে এমন ছোট ছোট কাজ গুলো শেষেই একসময় অনেক বড় কিছু করে। আর দেশের সামগ্রিক অগ্রগতির পিছনে এমন উদ্যোক্তাদের ভূমিকা অনেক। আমাদের সমাজে জুয়েলের মতো উদ্যোক্তা প্রয়োজন বলেও জানান এই অধ্যাপক।

শেয়ার