সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মুন্নু ফেব্রিক্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৫০৯ বারে ৭৩ লাখ ৫২ হাজার ৬৮০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৯ কোটি ৬৮ হাজার টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা মেট্রো স্পিনিংয়ের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩১৮ বারে ৩৫ লাখ ৫১ হাজার ৬৭৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৭২ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ইউনিয়ন ক্যাপিটালের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৫২ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২১৮ বারে ৪২ লাখ ৮০ হাজার ১১৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৮৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- রহিমা ফুডের ৮.৭১ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৮.৪৩ শতাংশ, সিনোবাংলার ৭.৬৩ শতাংশ, কাশেম ইন্ডাস্ট্রিজের ৭.৬১ শতাংশ, বিডি ল্যাম্পসের ৭.৩৭ শতাংশ, এএমসিএল প্রাণের ৭.১৬ শতাংশ এবং ইনফরমেশন সার্ভিসেস লিমিটেডের ৬.৮২ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস