সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স কর্পোরেশন (বিআইএফসি) লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৯৬ শতাংশ কমেছে। কোম্পানিটি ১৭০ বারে ২ লাখ ৮৭ হাজার ২৪২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩১ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে আনলিমা ইয়ার্নের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৪০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ১৫৭ বারে ৭ লাখ ৬৬ হাজার ১৭৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ১৪ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা সাফকো স্পিনিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪১ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ১৫৭ বারে ৭ লাখ ৬৬ হাজার ১৭৭ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ১৪ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- সোনারগাঁও টেক্সটাইলের ৫.৭২ শতাংশ, জুট স্পিনার্সের ৫.৬৮ শতাংশ, সানলাইফ ইন্স্যুরেন্সের ৫ শতাংশ, কেডিএস এক্সেসরিজের ৪.৭৬ শতাংশ, ইউনিয়ন ক্যাপিটালের ৪.৭৬ শতাংশ, আরডি ফুডের ৪.৭৫ শতাংশ এবং প্রাইমটেক্সের শেয়ার দর ৪.৫৯ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস