সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে জুট স্পিনার্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৭০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩০১ বারে ২৯ হাজার ৪৫২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫১ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে সমতা লেদারের শেয়ার দর আগের দিনের চেয়ে ৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৫৩ বারে ৯২ হাজার ৪৫৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৯ হাজার টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা আইসিবি এএমসিএল দ্বিতীয় মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট দর আগের দিনের চেয়ে ৪ দশমিক ৩৪ শতাংশ কমেছে। ফান্ডটি ২৭ বারে ১ লাখ ৯৯ হাজার ৫৭ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ১৮ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের ৪.৩৪ শতাংশ, লিবরা ইনফিউশনের ৪.০২ শতাংশ, একমি পেস্টিসাইডসের ৩.৮৯ শতাংশ, বিআইএফসির ৩.৮৪ শতাংশ, কেঅ্যান্ডকিউয়ের ৩.৫১ শতাংশ, অলিম্পিকের ৩.৪৮ শতাংশ ও সুহৃদের শেয়ার দর ৩.৪৪ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস