Top

ব্লক মার্কেটে লেনদেন ৭১ কোটি টাকার

২৪ আগস্ট, ২০২২ ৩:২৪ অপরাহ্ণ
ব্লক মার্কেটে লেনদেন ৭১ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৩৫ কোম্পানির ৭১ কোটি ২১ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, ব্লক মার্কেটে লেনদেনের শীর্ষে উঠে আসা ফরচুন সুজের শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ৬৮ লাখ ৯৬ হাজার টাকার। দ্বিতীয় সর্বোচ্চ লেনদেন হয়েছে আইপিডিসি ফাইন্যান্সের ২০ কোটি ৮২ লাখ ৫৬ হাজার টাকার।

এছাড়া, ব্র্যাক ব্যাংকের ৫ কোটি ১ লাখ ২৭ হাজার টাকার, প্রাইম ইন্স্যুরেন্সের ২ কোটি ২৫ লাখ ৫৯ হাজার টাকার, মেট্রো স্পিনিংয়ের ২ কোটি ১৮ লাখ ২২ হাজার টাকার, ওরিয়ন ফার্মার ১ কোটি ১৩ লাখ টাকার, ফার ইস্ট নিটিংয়ের ৭৩ লাখ ৫০ হাজার টাকার, সানলাইফ ইন্সুরেন্সের ৫০ লাখ ১৬ হাজার টাকার, কেডি সল্টের ৫০ লাখ ১০ হাজার টাকার, রবি আজিয়াটার ৪২ লাখ ৯০ হাজার টাকার, অলিম্পিকের ৪২ লাখ ১৫ হাজার টাকার, আমরা টেকনোলজির ৩৭ লাখ ৯০ হাজার টাকার, বেক্সিমকো লিমিটেডের ৩৭ লাখ ৬২ হাজার টাকার, সোনারগাঁও টেক্সটাইলের ৩৫ লাখ ৩৭ হাজার টাকার, বিবিএস কেবলের ২৪ লাখ ৮৩ হাজার টাকার, জিএসপি ফাইন্যান্সের ২২ লাখ ৬২ হাজার টাকার, নাহি অ্যালুমিনিয়ামের ২২ লাখ ৫৬ হাজার টাকার, ফারইস্ট লাইফের ১৭ লাখ ২৯ হাজার টাকার, ইন্ট্রেকো সিএনজির ১৫ লাখ ৯২ হাজার টাকার, বাংলাদেশ সাবমেরিন কেবলের ১৫ লাখ ৩৩ হাজার টাকার, ন্যাশনাল ব্যাংকের ১২ লাখ ৯০ হাজার টাকার, আলহাজ টেক্সটাইলের ১২ লাখ ২৪ টাকার, সালভো কেমিক্যালের ১২ লাখ ২৩ হাজার টাকার, ইউনিয়ন ক্যাপিটালের ১১ লাখ টাকার, ইনটেক লিমিটেডের ৯ লাখ ৬৩ হাজার টাকার, কপারটেকের ৯ লাখ ১০ হাজার টাকার, নিউ লাইন ক্লোথিংয়ের ৯ লাখ ২ হাজার টাকার, মতিন স্পিনিংয়ের ৭ লাখ ৭৮ হাজার টাকার, এইচ আর টেক্সটাইলের ৬ লাখ ৩৭ হাজার টাকার, এমএল ডায়িংয়ের ৬ লাখ ২৪ হাজার টাকার, আমরা নেটওয়ার্কোর ৫ লাখ ৯৯ হাজার টাকার, আমান ফিডের ৫ লাখ ৫৩ হাজার টাকার, সোনালী পেপারের ৫ লাখ ৫১ হাজার টাকার, এপেক্স ফুডসের ৫ লাখ ৪৭ হাজার টাকার এবং খুলনা পেপার অ্যান্ড প্রিন্টিংয়ের ৫ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার