Top

১১ মাস পর লেনদেন ২ হাজার কোটি টাকার ঘরে

২৮ আগস্ট, ২০২২ ২:৩৭ অপরাহ্ণ
১১ মাস পর লেনদেন ২ হাজার কোটি টাকার ঘরে
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন শেষ হয়েছে। এদিন বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৪০১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .২০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৯০ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২৭১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৯ টির, দর কমেছে ১০২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬১টির।

ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে দুই হাজার ১০৫ কোটি ১৪ লাখ টাকার। ডিএসইতে আজকের লেনদেন ১০ মাস ২১ দিন বা ২১৬ কার্যদিবসের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০২১ সালের ৭ অক্টোবর আজকের চেয়ে বেশি অর্থাৎ ২ হাজার ৪৯৭ কোটি টাকার লেনদেন হয়েছিল। এহিসেবে ১১ মাস পর ডিএসইর লেনদেন দুই হাজার কোটি টাকা ছাড়াল।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৮ হাজার ৮২৩ পয়েন্টে।

এদিন সিএসইতে হাত বদল হওয়া ৩১৩টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১৯১টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির দর। সিএসইতে ৫৮ কোটি ২৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার