Top

দর বৃদ্ধির শীর্ষে ইস্টার্ন হাউজিং

৩০ আগস্ট, ২০২২ ২:৫৬ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে ইস্টার্ন হাউজিং
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইস্টার্ন হাউজিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯২ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৩৩০ বারে ৫২ লাখ ৮০ হাজার ৫৬৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৪ কোটি ৯৯ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা অ্যাডভেন্ট ফার্মার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৭১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৬১৪ বারে ৩৭ লাখ ৩৪ হাজার ৮৪০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৯ কোটি ৮৮ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৮ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ৩৫ বারে ৩৩ লাখ ৪০ হাজার ২৮ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৮ কোটি ২ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- প্যাসিফিক ডেনিমসের ৮.৮৭ শতাংশ, এপেক্স ফুডসের ৮.৭২ শতাংশ, ওরিয়ন ইনফিউশনের ৮.৭২ শতাংশ, এপেক্স স্পিনিংয়ের ৮.০৯ শতাংশ, আলিফ ম্যানুফ্যাকচারিংয়ের ৭.৬৩ শতাংশ, ন্যাশনাল টি’র ৭.৪৮ শতাংশ এবং ইন্দো-বাংলা ফার্মার শেয়ার দর ৭.১০ শতাংশ বেড়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার