সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৩টি কোম্পানির ৭৩ কোটি ৯৬ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, ব্লক মার্কেটে ওরিয়ন ইনফিউশনের ৭ কোটি ৫৮ লাখ ৪৪ হাজার টাকার, ইন্ট্রাকো সিএনজির ৬ কোটি ১৯ লাখ ৮৫ হাজার টাকার, ব্রাক ব্যাংকের ৫ কোটি ৭৭ লাখ ৫০ হাজার টাকার, আইপিডিসি ফাইন্যান্সের ৫ কোটি ৬৬ লাখ টাকার, মেট্রো স্পিনিংয়ের ৫ কোটি ১৮ লাখ ৮৩ হাজার টাকার বড় লেনদেন হয়েছে।
এছাড়া, ন্যাশনাল ব্যাংকের ৪ কোটি ৫০ লাখ টাকার, এসবিএসসি ব্যাংকের ৩ কোটি ১৭ লাখ টাকার, ওরিয়ন ফার্মার ২ কোটি ৬৯ লাখ ১৩ হাজার টাকার, সানলাইফ ইন্স্যুরেন্সের ১ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকার, সোনালী পেপারের ১ কোটি ২৯ লাখ ৬০ হাজার টাকার, আইটি কনসালটেন্টের ১ কোটি ৭৪ হাজার টাকার, আলহাজ্ব টেক্সটাইলের ৮৩ লাখ ২ হাজার টাকার, ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর ৭৭ লাখ ৮৫ হাজার টাকার, আমান ফিডের ৫১ লাখ ৬০ হাজার টাকার, সি-পার্ল হোটেলের ৪৯ লাখ ৬৮ হাজার টাকার, ফার্মা এইডের ৪৭ লাখ ৮২ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ৪২ লাখ ৯৮ হাজার টাকার, আরএসআরএম স্টিলের ৩৮ লাখ ৪০ হাজার টাকার, ইমাম বাটনের ৩৫ লাখ ৪৫ হাজার টাকার, কোহিনূর কেমিক্যালের ২৬ লাখ ৩২ হাজার টাকার, ফরচুন সুজের ২৪ লাখ ১৭ হাজার টাকার, কনফিডেন্স সিমেন্টের ২১ লাখ ১৫ হাজার টাকার, এইচআর টেক্সটাইলের ২০ লাখ ৯১ হাজার টাকার, বীচ হ্যাচারির ২০ লাখ ৮৫ হাজার টাকার, জেএমআই হসপিটালের ১৭ লাখ ১৩ হাজার টাকার, কেডিএস এক্সেসরিজের ১৭ লাখ টাকার, কপারটেকের ১৪ লাখ ৮৭ হাজার টাকার, এএমসিএল প্রাণের ১৪ লাখ টাকার, সালভো কেমিক্যালের ১১ লাখ ৭০ হাজার টাকার, বেঙ্গল উইন্ডসোরের ১০ লাখ ৩০ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৯ লাখ ৮৮ হাজার টাকার, পেসিফিক ডেনিমের ৮ লাখ ৯৫ হাজার টাকার, সিমটেক্সের ৮ লাখ ৮৮ হাজার টাকার, এনসিসিবিএল-১ম মিউচুয়াল ফান্ডের ৭ লাখ ৯০ হাজার টাকার, বসুন্ধরা পেপারের ৬ লাখ ৯৫ হাজার টাকার, সাপোর্ট এলায়েন্স পোর্টের ৫ লাখ ৭৬ হাজার টাকার, সিনো বাংলার ৫ লাখ ৭২ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ৫ লাখ ২০ হাজার টাকার, প্রাইম ইন্সুরেন্সের ৫ লাখ ৭ হাজার টাকার, মেঘনা কনডেন্সড মিল্কের ৫ লাখ ৫ হাজার টাকার, মতিন স্পিনিংয়ের ৫ লাখ ৪ হাজার টাকার, আরডি ফুডের ৫ লাখ ৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস