ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির কোম্পানিটির ৩ কোটি ৯৯ লাখ ৩৬ হাজার ৮৩৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৪৮২ কোটি ৩৪ লাখ ৩ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার ৩ কোটি ৩৫ লাখ ৭৮ হাজার ২৮৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ৩৬৩ কোটি ৮১ লাখ ৩৮ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১ কোটি ৯৩ লাখ ৪৪ হাজার ৪৮৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৬৫ কোটি ৫০ লাখ ৪৬ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মালেক স্পিনিংয়ের ২৩৯ কোটি ৯১ লাখ ৯০ হাজার টাকার, লাফার্জ হোলসিমের ২৩৮ কোটি ৯৮ লাখ ৬৯ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ২২৫ কোটি ৯৩ লাখ ৬৫ হাজার টাকার, ফরচুন সুজের ২১২ কোটি ৩৮ লাখ ৮৯ হাজার টাকার, ডেলটা লাইফ ইন্সুরেন্সের ১৮৫ কোটি ৭ হাজার টাকার, ম্যাকসন্স স্পিনিংয়ের ১৬৯ কোটি ৫৬ লাখ ২৭ হাজার টাকার, আইপিডিসি ফাইন্যান্সের ১৫৬ কোটি ৩৬ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস