সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শমরিতা হসপিটাল লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১১৫ বারে ৫ লাখ ৪৭ হাজার ৪৩০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৮৩ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা জেএমআই হসপিটালের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ৫ হাজার ৫৫৮ বারে ৫১ লাখ ৭৬ হাজার ৪ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪২ কোটি ৭৩ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা শাহজিবাজার পাওয়ারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯১ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৫১১ বারে ৪১ লাখ ৮০ হাজার ৬৯৩ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৬ কোটি ৯৩ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইন্দো-বাংলা ফার্মার ৯.৫৬ শতাংশ, সোনারগাঁও টেক্সটাইলের ৯.২১ শতাংশ, নাহি অ্যালুমিনিয়ামের ৮.৭১ শতাংশ, জেনেক্সের ৮.২১ শতাংশ, ইনডেক্স এগ্রোর ৭.৮৮ শতাংশ, বসুন্ধরা পেপারের ৭.১৯ শতাংশ এবং ইউনিক হোটেলের শেয়ার দর ৬.৫৮ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস