সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬ হাজার ৭৩৯ বারে ৭৪ লাখ ১২ হাজার ১৩১ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১১৩ কোটি ৮৯ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে ইন্ট্রাকোর শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭১ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৫১৬ বারে ৪৩ লাখ ৬৩ হাজার ৫৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ১৬ কোটি ১৫ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা তসরিফার শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ৬০ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯৫৭ বারে ১৭ লাখ ৬৮ হাজার ৬৫৬ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৪ কোটি ৬৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- আমান কটনের ৭.৫৯ শতাংশ, ম্যাকসন্স স্পিনিংয়ের ৭.৩৩ শতাংশ, ঢাকা ডাইংয়ের ৭.০৭ শতাংশ, পদ্মা ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৭.০২ শতাংশ, আইপিডিসির ৬.৯৮ শতাংশ, আরএসআরএম স্টিলের ৬.৯৩ শতাংশ এবং ন্যাশনাল হাউজিং ফাইন্যান্সের শেয়ার দর ৬.৭৭ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস