সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৫ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৬৭৭ বারে ১১ লাখ ৪ হাজার ৮২০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৭ কোটি ৫৩ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮৯ শতাংশ কমেছে। কোম্পানিটি ৬ হাজার ৭৯ বারে ৫৭ লাখ ৫ হাজার ৫০৫ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৫৬ কোটি ৮৩ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা আরএসআরএম স্টিলের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬৪ শতাংশ কমেছে। কোম্পানিটি ৯৬৮ বারে ১২ লাখ ৬৯ হাজার ৩৭২ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৯.১৮ শতাংশ, বসুন্ধরা পেপারের ৮.৯০ শতাংশ, অ্যাডভেন্ট ফার্মার ৭.৩৩ শতাংশ, জিএসপি ফাইন্যান্সের ৭.০৫ শতাংশ, ইউনিক হোটেলের ৭.০৪ শতাংশ, ন্যাশনাল পলিমারের ৬.৩৯ শতাংশ এবং ইজেনারেশনের শেয়ার দর ৫.৬১ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস