সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ফিনিক্স ফাইনান্স লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানির শেয়ার দর আগের দিনের চেয়ে ১০ দশমিক ১০ শতাংশ কমেছে। কোম্পানিটি ১ হাজার ৪৮৭ বারে ৫২ লাখ ৭০ হাজার ৩৮৬টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি ৬৬ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে ইউনিয়ন ক্যাপিটালের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ০১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৭৪৬ বারে ২৩ লাখ ৩২ হাজার ৩৩০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ৫১ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা ন্যাশনাল টির শেয়ার দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৭৮ শতাংশ কমেছে। কোম্পানিটি ২ হাজার ৩৪৮ বারে ১ লাখ ৪ হাজার ৩৯৩ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৮ কোটি টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে রয়েছে- এসইএমএল এফবিএলএসএল গ্রোথ ফান্ডের ৫.৬১ শতাংশ, ডিবিএইচ ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ৫.৪৭ শতাংশ, আইএফআইএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ৩.০৩ শতাংশ, গ্রিন ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ২.৮১ শতাংশ, ডেল্টা ব্র্যাক হাইজিংয়ের ২.৬৫ শতাংশ, হা-ওয়েল টেক্সটাইলের ২.৬৪ শতাংশ এবং প্রিমিয়ার লিজিংয়ের শেয়ার দর ২.৫৯ শতাংশ কমেছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস