Top

সূচক ও লেনদেনের বড় উত্থান

০৭ সেপ্টেম্বর, ২০২২ ২:৪৯ অপরাহ্ণ
সূচক ও লেনদেনের বড় উত্থান
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন  সূচকের পাশাপাশি বেড়েছে পরিমাণে লেনদেন। তবে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর কমেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৭৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৫৪৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৪৪২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৩৫৩ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৩১ টির, দর কমেছে ১৫৫টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯২ টির।

ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন দুই হাজার ২০১ কোটি ৩৫ লাখ টাকার। যা আগের দিন থেকে ৮৮৬ কোটি ৩১ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল ১ হাজার ৩১৫ কোটি ০৪ লাখ টাকার।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২০৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ১৯৬ পয়েন্টে।

সিএসইতে ২৮৮টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১১৩টির দর বেড়েছে, কমেছে ১১২টির আর ৬৩টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ৪৩ কোটি ১০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার