Top

দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন

০৮ সেপ্টেম্বর, ২০২২ ৩:১০ অপরাহ্ণ
দর বৃদ্ধির শীর্ষে ওরিয়ন ইনফিউশন
পুঁজিবাজার ডেস্ক :

সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৭১ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৯৮০ বারে ৮ লাখ ৮৮ হাজার ২৩৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৫ কোটি ৮৯ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা ওরিয়ন ফার্মার শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৫১ শতাংশ। কোম্পানিটি ৬ হাজার ৩১১ বারে ৭৪ লাখ ১৯ হাজার ৩৫৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭৬ কোটি ৬১ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা সোনালী আঁশের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৪৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৩৪২ বারে ১ লাখ ২৫ হাজার ৬৫৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৪৬ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- ইয়াকিন পলিমারের ৭.২৭ শতাংশ, কোহিনূর কেমিক্যালের ৭.১৪ শতাংশ, বেক্সিমকো লিমিটেডের ৬.২৭ শতাংশ, প্রাইম লাইফ ইন্সুরেন্সের ৫.৪৬ শতাংশ, এস আলম কোল্ড রোল্ডের ৫.৩৯ শতাংশ, স্কয়ার টেক্সটাইলের ৪.৯০ শতাংশ এবং মোজাফ্ফর হোসেন স্পিনিংয়ের ৪.৬৫ শতাংশ দর বেড়েছে।

পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–

BP ShareBazar NewsBP Stock NewsBP Capital ViewsBanijjo Protidin NewsBP Capital News

বাণিজ্য প্রতিদিন/ এসকেএস

শেয়ার