ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানিটির কোম্পানিটির ৫ কোটি ২৭ লাখ ৭০ হাজার ৮১৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৬৩ কোটি ২০ লাখ ১ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ফার্মার ৫ কোটি ২৫ লাখ ৩৩ হাজার ২১৬টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য যার বাজার মূল্য ৫৯৫ কোটি ৫০ লাখ ৬৮ হাজার টাকা।
তৃতীয় স্থানে থাকা লাফার্জ হোলসিমের ৪ কোটি ৫৩ লাখ ৮৪ হাজার ৮৯১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৩৬৫ কোটি ১৬ লাখ ৩৩ হাজার টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- জেএমআই হসপিটালের ২৯৪ কোটি ৫৩ লাখ ৩৮ হাজার টাকার, নাহি অ্যালিুমিনিয়ামের ২৪৩ কোটি ৫১ লাখ ৪১ হাজার টাকার, ইস্টার্ন হাউজিংয়ের ২৩৪ কোটি ৯ লাখ ৮৬ হাজার টাকার, ডেলটা লাইফ ইন্সুরেন্সের ১৯৫ কোটি ২০ লাখ ৫২ হাজার টাকার, বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৮৬ কোটি ৪২ লাখ ২২ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ১৬৭ কোটি ৪৭ লাখ ৯৯ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ১৬৩ কোটি ৬৯ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস