সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে রতনপুর স্টিল রি-রোলিং মিলস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ শতাংশ। কোম্পানিটি ৮২৯ বারে ১৫ লাখ ৫৪ হাজার ৯২২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ৫৫ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা শাইনপুকুর সিরামিকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৮২ শতাংশ। কোম্পানিটি ৭ হাজার ২৬৫ বারে ১ কোটি ৩৫ লাখ ৩০ হাজার ৩৬২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬৬ কোটি ৭২ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ইয়াকিন পলিমারের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৬২ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ২৮৫ বারে ৫৮ লাখ ৭২ হাজার ৮৫২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৪ কোটি ৬৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- কোহিনুর কেমিক্যালের ৭.৪৮ শতাংশ, সী পার্লের ৭.৪৩ শতাংশ, বেক্সিমকোর ৫.৫২ শতাংশ, আইডিএলসির ৫ শতাংশ, এসিআই ফর্মূলেশনের ৪.৮৯ শতাংশ, ইস্টার্ন হাউজিংয়ের ৪.৭৩ শতাংশ এবং ইন্ট্রাকোর শেয়ার দর ৪.৪৫ শতাংশ বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস