সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে জেএমআই হসপিটাল রিকুইজিট ম্যানফ্যাকচারিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ৭ হাজার ৭৫৪ বারে ৫৩ লাখ ৫৯ হাজার ৮৭৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫১ কোটি ৮২ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা ইউনিয়ন ক্যাপটালের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৬৭ শতাংশ। কোম্পানিটি ৭৪৬ বারে ২৩ লাখ ৩২ হাজার ৩৩০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২ কোটি ৫১ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা ফারইস্ট লাইফ ইন্স্যুরেন্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৮ দশমিক ৯৭ শতাংশ। কোম্পানিটি ৩ হাজার ২৮ বারে ২৩ লাখ ৩৬ হাজার ৮৩১ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২১ কোটি ৫৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে- মনোস্পুল পেপারের ৮.৮৫ শতাংশ, ইন্টারন্যাশনাল লিজিংয়ের ৮.৭৭ শতাংশ, এস আলম কোল্ড বোল্ডের ৮.৬০ শতাংশ, প্রাইম ফাইন্যান্সের ৭.৫০ শতাংশ, পেপার প্রসেসিংয়ের ৭.৪৬ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৭.১৪ শতাংশ এবং এপেক্স ফুডসের ৬.৯৯ শতাংশ দর বেড়েছে।
পুঁজিবাজারের সব নিউজ সবার আগে পেতে থাকুন আমাদের সাথে—–
BP ShareBazar News–BP Stock News–BP Capital Views–Banijjo Protidin News–BP Capital News
বাণিজ্য প্রতিদিন/ এসকেএস